Suvendu Slams Mamata: মমতার জন্য সারদায় টাকা হারিয়েছেন বাংলার 3 কোটি মানুষ, তোপ শুভেন্দুর

author img

By

Published : Mar 9, 2023, 2:02 PM IST

Suvendu Slams Mamata

বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সারদা ইস্যুতে সরব হন (Suvendu Slams Mamata on Saradha Issue) ৷

কলকাতা, 9 মার্চ: সারদা চিটফান্ড কেলেঙ্কারি (Saradha Chit Fund Scam) নিয়ে আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে টাকা খুইয়েছেন বাংলার তিন কোটি মানুষ ৷

প্রসঙ্গত, সারদা মামলায় সিবিআই তদন্তের গতি বৃদ্ধির আর্জি জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি লিখেছেন ৷ বৃহস্পতিবার শুভেন্দু জানান, সারদা মামলায় যে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর দলের নেতারা জড়িত, সেই বিষয়ে বিস্তারিত তথ্য তিনি চিঠিতে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ৷

শুভেন্দু বিজেপিতে (BJP) যোগ দেন 2020 সালের শেষের দিকে ৷ তার পর পেরিয়ে গিয়েছে দু’বছরেরও বেশি সময় ৷ এতদিন পর কেন এই নিয়ে চিঠি লিখলেন শুভেন্দু ? সেই প্রশ্নও গত কয়েকদিন ধরে ঘুরছে বাংলার রাজনৈতিক মহলে ৷ এদিন সেই বিষয়টিও স্পষ্ট হয়েছে শুভেন্দুর বক্তব্য থেকে ৷ আসলে মমতা-সহ একাধিক বিরোধী দল যে চিঠি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন, সেখানে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে ৷ অভিযোগ করা হয়েছে, বিজেপিতে যোগ দেওয়ার পরই শুভেন্দুর বিরুদ্ধে সারদা তদন্ত বন্ধ হয়ে গিয়েছে ৷

তাই প্রধানমন্ত্রীকে পালটা চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা ৷ পাশাপাশি তাঁর দাবি, তাঁর দল বিজেপি বা কেন্দ্রীয় সরকার কোনও তদন্তে হস্তক্ষেপ করে না ৷ বিজেপির কেউ কোনও দুর্নীতিতে অভিযুক্ত হলে আইন আইনের পথেই চলে ৷

অন্যদিকে তাঁর দাবি, যে রাজনৈতিক দলগুলি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে, তাদের তিনটি অ্যাজেন্ডা ৷ প্রথমত, পরিবারতন্ত্র কায়েম করে রাখা ৷ দ্বিতীয়ত রাজনীতিকে ব্যবসায়ে পরিণত করে তৃণমূলস্তর থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতি করাই লক্ষ্য ৷ আর তিন নম্বর অ্যাজেন্ডা হল তোষণের রাজনীতি করা ৷ এই দলগুলির কেউ না কেউ জেল খেটেছেন বা জেলে রয়েছেন ৷ সেই কারণে ইডি-সিবিআইকে তারা ভয় পাচ্ছে ৷ সেই আতঙ্কেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা-কেজরিরা ৷

আরও পড়ুন: বঞ্চনা ঢাকতে বিচ্ছিন্নতাবাদের অভিযোগ তুলছে তৃণমূল, দাবি শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.