ETV Bharat / state

HoHo Bus Service: শীতের মরশুমে আবারও তিলোত্তমার বুকে নামছে হোহো

author img

By

Published : Nov 9, 2022, 11:07 PM IST

HoHo Bus Service
শীতের মরশুমে আবারও তিলোত্তমার বুকে নামছে হোহো

পুজোর সময় মানুষকে আনন্দ দিতে কয়েকদিনের জন্য পথে নেমেছিল 'হোহো' বাস পরিষেবা (HoHo Bus Service)। কিন্তু সামনেই শীত ৷ আর এই শীতের মরশুমে (Winter Season) আবারও পথে নামতে চলেছে এই বাস পরিষেবা।

কলকাতা, 9 নভেম্বর: পুজোর ক'টা দিন কলকাতা ঘুরে দেখানোর জন্য চালু হয়েছিল হোহো বাস পরিষেবা, যা একটু অন্য ধাঁচের ৷ এই বাসে উঠলে যাত্রীরা ঘুরে দেখতে পারবেন তিলোত্তমার বিভিন্ন দর্শনীয় জায়গা ৷ পুজোতে এই বাস চালু হলেও পরে তা বন্ধ হয়ে গিয়েছিল ৷ কিন্তু সামনেই শীত ৷ আর এই শীতের মরশুমে আবারও শুরু হতে চলেছে এই বাস পরিষেবা। কিছুটা বিদেশের ধাঁচে এই পরিষেবার পুরো কথা হল 'হপ অন হপ অফ' সংক্ষেপে 'হোহো' (HoHo Bus Service)।

রাজ্য পরিবহণ বিভাগ (State Transport Department) ও পর্যটন বিভাগের (Tourist Department) যৌথ উদ্যোগে এহেন পরিষেবা কলকাতায় এই প্রথম (HoHo Bus Service to Start in kolkata)। এক টিকিটেই ঘোরা যাবে পুরো কলকাতা। অর্থাৎ, হোহো-তে চড়ার সময় একটি টিকিট কাটলে সেই টিকিট ব্যবহার করা যাবে অন্যান্য সরকারি যানবাহন ও ফেরিতেও। তবে শুধুমাত্র ওই দিনের জন্যই। জানা গিয়েছে, যে আপাতত একটি টিকিটের মূল্য 250 টাকা ধার্য করা হয়েছে।

পরিবহণ বিভাগ সূত্রে জানা গিয়েছে যে, প্রতিদিন তিনটি হোহো বাস চালানো হবে শহরে। প্রতি 20 মিনিট অন্তর পাওয়া যাবে এই বাস। বিদেশের বড় বড় শহরগুলোতে এই ধরনের বাস পরিষেবা রয়েছে। এই বাসে করে শহরের দর্শনীয় জায়গাগুলি ঘুরিয়ে দেখানো হয়ে থাকে। এবার সেই পথেই হাঁটছে শহর কলকাতার বাস পরিষেবা। বাসগুলো নির্দিষ্ট সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ছাড়বে এরপর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, হাওড়ার জগন্নাথ ঘাট, হাওড়া স্টেশন, অ্যান্ড্রুজ চার্চ, পার্ক স্ট্রিট হয়ে আবারও ভিক্টোরিয়া মেমোরিয়ালেই এসে যাত্রা শেষ করবে। এই শীততাপ নিয়ন্ত্রিত বাসগুলি কলকাতার 18টি জায়গা ছুঁয়ে যাবে।

আরও পড়ুন: সিএনজি বাস পরিষেবায় ক্ষতির মুখে মালিকরা, সরকারি সদিচ্ছায় জোর বিশেষজ্ঞদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.