ETV Bharat / state

আলাপনকে নিয়ে টানাপোড়েন, পরবর্তী মুখ্যসচিব হতে পারেন হরিকৃষ্ণ দ্বিবেদী

author img

By

Published : May 31, 2021, 1:32 PM IST

Updated : May 31, 2021, 1:50 PM IST

কেন্দ্র ও রাজ্যের মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায়য়কে নিয়ে টানাপোড়েনর মাঝে পরবর্তী মুখ্যসচিব হিসাবে উঠে এল হরিকৃষ্ণ দ্বিবেদীর নাম ৷ রাজ্যের তরফে প্রকাশ্যে কিছু ঘোষণা করা হয়নি ৷ তবে এমনই সূত্রের খবর ৷

পরবর্তী মুখ্যসচিব হতে পারেন হরিকৃষ্ণ দ্বিবেদী
পরবর্তী মুখ্যসচিব হতে পারেন হরিকৃষ্ণ দ্বিবেদী

কলকাতা, 31 মে : রাজ্যের তরফে প্রকাশ্যে ঘোষণা করা না হলেও পরবর্তী মুখ্যসচিব হতে পারেন হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ এমনই কানাঘুষো শোনা যাচ্ছে তৃণমূলের অন্দরে ৷ রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মুখ্যসচিব হিসাবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ তিন মাস বাড়ানো হয় ৷ কিন্তু কলাইকুণ্ডার ঘটনার দিনই দিল্লিতে তাঁকে বদলির ফরমান জারি করে কেন্দ্র। সেই নিয়ে টানাপোড়েন এখনও বিদ্যমান ৷

এই টানাপোড়েনের মাঝে পরবর্তী মুখ্যসচিবের নাম কার্যত চূড়ান্ত করাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ হরিকৃষ্ণ দ্বিবেদী বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে আসীন ৷ এর আগে তিনি অর্থ দফতরের প্রধান সচিব পদে ছিলেন ৷ তিনি 1988 ব্যাচের আইএএস ক্যাডার ৷ অন্যদিকে আগামী 2023 এর 30 জুন তিনি অবসর নেবেন। সেক্ষেত্রে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব বর্তাতে পারে রাজ্যের বর্তমান সেচসচিব নবীন প্রকাশের কাঁধে।

আরও পড়ুন : গেলেন না দিল্লি, নবান্নে মুখ্যসচিব

এদিকে, আজ মুখ্যসচিবকে ছাড়া হচ্ছে না বলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেইসঙ্গে তিনি চিঠিতে অনুরোধ জানান, জনস্বার্থের কথা ভেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ প্রত্যাহার করা হোক । সুতরাং আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র যদি আইনি লড়াইয়ের পথে হাঁটে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে রাজ্য প্রশাসন। তাই আগেভাগে পরিস্থিতিতি সামাল দিতে পরবর্তী মুখ্যসচিবকে বেছে রাখতে চাইছে নবান্ন।

Last Updated : May 31, 2021, 1:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.