ETV Bharat / state

74 বছর পর আইএফএ শিল্ডের ফাইনালে জর্জ টেলিগ্রাফ

author img

By

Published : Dec 17, 2020, 11:57 AM IST

1946 সাল, আজ থেকে 74 বছর আগে আইএফএ শিল্ডের ফাইনালে উঠেছিল জর্জ টেলিগ্রাফ । সেবার তাঁদের প্রতিপক্ষ ছিল মোহনবাগান । কিন্তু শহরজুড়ে দাঙ্গা হওয়ায় শিল্ড ফাইনাল আয়োজন সম্ভব হয়নি ।

ifa shield 2020
ifa shield 2020

কলকাতা, 17 ডিসেম্বর : 74 বছর পরে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে ইতিহাস জর্জ টেলিগ্রাফের । কল্যাণী স্টেডিয়ামে আইএফএ শিল্ডের সেমিফাইনালে ইউনাইটেড স্পোর্টসকে 2-1 গোলে হারিয়ে বাজিমাত রঞ্জন ভট্টাচার্যের ছেলেদের । সাদ্দাম হোসেন মণ্ডল, স্ট্যানলি ইজের গোলে জয়ী জর্জ টেলিগ্রাফ । ইউনাইটেড স্পোর্টসের একমাত্র গোল বাসুদেব মাণ্ডির ।

1946 সাল, আজ থেকে 74 বছর আগে আইএফএ শিল্ডের ফাইনালে উঠেছিল জর্জ টেলিগ্রাফ । সেবার তাঁদের প্রতিপক্ষ ছিল মোহনবাগান । কিন্তু শহরজুড়ে দাঙ্গা হওয়ায় শিল্ড ফাইনাল আয়োজন সম্ভব হয়নি । ম্যাচ আয়োজন না করা গেলেও সেবার মোহনবাগান এবং জর্জ টেলিগ্রাফকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়নি । এবার ফের ফাইনালে, চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। একই সঙ্গে ইতিহাস গড়ার ।

আইএফএ শিল্ডের হট ফেভারিট মহমেডান স্পোর্টিং ছিটকে গিয়েছে । সেমিফাইনালে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে 0-4 গোলে পরাজিত সাদাকালো শিবির । রিয়াল কাশ্মীরের লুকমান একাই শেষ করে দিলেন কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবকে । 59, 66, 87 মিনিটে হ্যাটট্রিক করেন । 91 মিনিটে ম্যাসন রবার্টসন রিয়াল কাশ্মীরের পক্ষে চার নম্বর গোলটি করেন।


শিল্ড থেকে বিদায় নেওয়ার সঙ্গেই মহমেডানের কোচ বিদায়ের বাজনা বাজতে শুরু করেছে । ইয়ান লকে কোচের দায়িত্ব দিয়ে মরসুম শুরু করেছিল মহমেডান স্পোর্টিং । আই লিগ দ্বিতীয় ডিভিশনের মাঝপথে ইয়ান লকে সরিয়ে দিয়েছিল সাদা কালো কর্তারা । তারপর স্প্যানিশ কোচ জোসে হেভিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁকেও সরিয়ে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে । ক্লাবের পক্ষ থেকে জানান হয়েছে স্প্যানিশ কোচ কোরোনায় আক্রান্ত। তাই সেমি ফাইনালে মাঠে থাকতে পারেননি।

আরও পড়ুন :মেসির বার্সেলোনা থাকলেও জিততে তৈরি, বললেন পিয়ারলেস কোচ

আই লিগ মূল পর্ব শুরু হবে নয় জানুয়ারি। কোরোনা আক্রান্ত কোচকে সরিয়ে ব্রিটিশ কোচ ট্রেভর জেমস মরগ্যানকে দায়িত্ব দেওয়ার পক্ষে সাদাকালো কর্তাদের একাংশ । শোনা যাচ্ছে ব্রিটিশ কোচ অনাগ্রহী নন। তবে একই বছরে একাধিক কোচ বদলে বিরক্ত ফুটবলারদের একাংশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.