Manik Bhattacharya: মানিকের জামাই ও ভাইয়ের অ্যাকাউন্টেও টাকার লেনদেন হয়েছে, আদালতে দাবি ইডি'র

author img

By

Published : Nov 10, 2022, 9:53 PM IST

ETV Bharat

আরও 14 দিনের জেল হেফাজত হল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (WB Teacher Recruitment Scam) ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ৷ 24 নভেম্বর পর্যন্ত তাঁকে জেলে থাকতে হবে (fourteen days jail custody for Manik Bhattacharya) ৷

কলকাতা, 10 নভেম্বর: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (WB Teacher Recruitment Scam) ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের জামাই ও ভাইয়ের অ্যাকাউন্টেও টাকার লেনদেন হয়েছে, বৃহস্পতিবার ইডির তরফে ব্যাঙ্কশাল আদালতে এই দাবি করা হয়েছে ৷ এদিন মানিক ভট্টাচার্যকে আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন ৷ 24 নভেম্বর পর্যন্ত মানিকের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত (fourteen days jail custody for Manik Bhattacharya) ৷

এদিন আদালতে ইডির তরফে দাবি করা হয়েছে, মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) জামাই ও ভাইয়ের অ্যাকাউন্টেও দুর্নীতির টাকার লেনদেন হয়েছে । ফলে তাঁদের ভূমিকাও ইডির অফিসাররা ক্ষতিয়ে দেখছেন । একই সঙ্গে মানিকের ছেলে শৌভিকের যে সংস্থা রয়েছে, তার নথিপত্রও দেখভাল করতেন প্রাক্তন পর্ষদ সভাপতি, এমনটাই দাবি ইডি'র ৷

আরও পড়ুন: মানেকাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ডিভিশন বেঞ্চে ইডি, শুনানি 16 নভেম্বর

এদিন আদালতে সওয়াল-জবাব চলাকালীন মানিক ভট্টাচার্যের আইনজীবী আদালতে বলেন, "অন্যান্য কেসের তুলনায় এই তদন্ত অনেকটাই দীর্ঘ সময় ধরে চলছে । এভাবে চলতে থাকলে 2032 সাল পর্যন্ত চলবে । ইডি বলছে, এর প্রভাব রয়েছে সমাজে । চাকরি প্রার্থীদের চাকরি পাওয়াও দরকার । তাহলে আমাদেরই দায়িত্ব তদন্ত তাড়াতাড়ি শেষ করা । মানিক ভট্টাচার্য দোষী কি না তা জানাতে ব্যর্থ ইডি ৷ চার্জশিটের শেষ লাইনে লেখা থাকছে তদন্ত চলছে । কিন্তু আইনত এটা করা যায় না । চার্জশিট এমনভাবে পেশ করা হয়েছে যাতে মানিকবাবু জামিন না পান । সিবিআই তার মত তদন্ত করছে , ইডি নিজের মত করছে । তাই তদন্ত কোনও দিনই শেষ হবে না । এত যদি প্রভাবশালী হতেন মানিক, তাহলে তাঁকে গ্রেফতার করতে পারত? তাই এই থিয়োরি একবারেই কাজ করছে না ৷ দুটো বাইপাস হয়েছে মানিক ভট্টাচার্যের ।"

এর জবাবে প্রাক্তন পর্ষদ সভাপতির জামিনের আবেদনের বিরোধিতা করে ইডির আইনজীবী দাবি করেন, অফিসারদের সময় লাগছে কারণ তাঁরা নিশ্চিত হতে চান । তদন্তে সহযোগিতা করছেন না মানিক ভট্টাচার্য । জেল আধিকারিকদের জেরার মুখে তিনি জানিয়েছেন, তিনি কিছু জানেন না ৷ তদন্তের স্বার্থে মানিকবাবুর জামাই, ভাই, মেয়ের শ্বশুরের ব্যাংক অ্যাকাউন্টের আর্থিক লেনদেন তদন্ত করা হচ্ছে । ইডি'র দাবি এটা বড় চক্রান্ত ৷ কারা টাকা সংগ্রহ করত, কারা পৌঁছে দিত তা জানা প্রয়োজন ৷ দু'পক্ষের সওয়াল-জবাব শেষে এদিন বিচারক 24 নভেম্বর পর্যন্ত মানিক ভট্টাচার্যের জেল হেফাজতের নির্দেশ দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.