ETV Bharat / state

Tantrik House Raid: তন্ত্রসাধনার নামে অনৈতিক কাজকর্ম, তান্ত্রিকের বাড়িতে হানা বন দফতরের

author img

By

Published : Mar 9, 2023, 11:20 AM IST

Etv Bharat
Etv Bharat

নাগেরবাজারে তন্ত্র সাধনার নামে অনৈতিক কাজের সঙ্গে জড়িত তান্ত্রিক (Recover Animal Skin in Nager Bazar)৷ খবর পেয়ে বড়িতে হানা বনদফতরের আধিকারিকদের ৷ 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

নাগেরবাজার, 9 মার্চ: তন্ত্রসাধনার নামে অনৈতিক কাজকর্ম । নাগেরবাজারে এক তান্ত্রিকের বাড়িতে হানা দেয় বনদফতরের আধিকারিকরা (Tantrik House in Nager Bazar) । ঘটনায় গ্রেফতার হয়েছেন তিন'জন । উদ্ধার বন্যপ্রাণীর চামড়া, নখ ও হরিণের শিং । বুধবার নাগেরবাজার এলাকার ঘটনা ৷ পলাতক মূল অভিযুক্ত তান্ত্রিক সৌরভ চৌধুরী ৷

সত্রের খবর, একটি অভিযোগের ভিত্তিতে নাগেরবাজার থানা এলাকার প্রাইভেট রোডে হানা দিয়ে ওয়াইল্ডলাইফ প্রটেকশন অ্যাক্টে এই অভিযান চালায় বনদফতরের আধিকারিকরা (Kolkata News) । অভিযোগ দীর্ঘদিন ধরে ওই বাড়িতে তন্ত্রসাধনার নামে অনৈতিক কাজকর্ম হতো । এই নিয়ে সম্প্রতি এক আইনজীবীর কাছে অভিযোগ যায় । তিনি বিষয়টি নিয়ে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিউরোর সঙ্গে যোগাযোগ করেন । এরপর বুধবার রাতেই ওয়েস্ট বেঙ্গল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা পৌঁছয় নাগেরবাজার এলাকার রাখাল চৌধুরীর বাড়িতে ৷ সঙ্গে ছিল নাগেরবাজার থানার পুলিশ ৷

আরও পড়ুন: চিতাবাঘ ও রেড পান্ডার চামড়া উদ্ধার, গ্রেফতার নেপালের 3 বাসিন্দা

অভিযোগ, রাখাল চৌধুরীর বাড়িতে তন্ত্রসাধনার নামে অনৈতিক কাজ চলত । তার বাড়িতে বনদফতরের আধিকারিকরা বন্যপ্রাণীর চামড়া, সিং ও দাঁত খুঁজে পায় । অবৈধভাবে এগুলি বাড়িতে রাখার অভিযোগে রাখাল চৌধুরী-সহ দুলাল অধিকারী ও অরিজিৎ গুপ্ত নামে তার দুই সঙ্গীকেও গ্রেফতার করেছে বন দফতরের আধিকারিকরা । এছড়াও এই অভিযানেই 5টি নরমুন্ডু পাওয়া গিয়েছে ওই বাড়িটি থেকে । তবে সেগুলি আসল নরমুণ্ড কিনা, সে বিষয়ে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি । তবে ঘটনায় অপর মূল অভিযুক্ত সৌরভ চৌধুরী পলাতক । বনদফতরের পাশাপাশি তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ ৷

প্রসঙ্গত, মাসখানের আগেই উত্তরবঙ্গ থেকে উদ্ধার হয়েছিল রেড পান্ডা ও চিতাবাঘের চামড়া (Red Panda and Leopard Skin Recovered) ৷ বৈকুণ্ঠপুর বনবিভাগের তৎপরতায় উদ্ধার করা হয় বন্যপ্রাণীর চামড়াগুলি ৷ অভিযুক্ত 3 পাচারকারী নেপালের বাসিন্দা ৷ চামড়গুলি চিনে পাচারের চেষ্টায় ছিল পাচারকারীরা ৷

আরও পড়ুন: কাশ্মীরে চিতাবাঘের ছাল, ভাল্লুকের দেহাংশ উদ্ধার; গ্রেপ্তার 2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.