ETV Bharat / bharat

কাশ্মীরে চিতাবাঘের ছাল, ভাল্লুকের দেহাংশ উদ্ধার; গ্রেপ্তার 2

author img

By

Published : Jan 30, 2021, 10:17 PM IST

সূত্র মারফত খবর পেয়ে অনন্তনাগ পুলিশ এসএইচও সদর থানার নেতৃত্বে শেরপুরায় একটি বাড়িতে হানা দেয় ৷ সেখানে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ বন্যপশুর দেহাংশ উদ্ধার করেন তাঁরা ৷ অনন্তনাগ ও মানওয়াল থেকে ধৃত 2 পাচারকারী বন্য়প্রাণীর দেহাংশ পাচারের বড় পান্ডা বলে জানা গিয়েছে ৷

poacher-with-leopard-pelts-bear-biles-arrested-in-jk
জম্মু ও কাশ্মীর থেকে চিতাবাঘের ছাল ভাল্লুকের দেহাংশ সহ গ্রেপ্তার 2 পাচারকারী

শ্রীনগর, 30 জানুয়ারি : চিতাবাঘের ছাল, ভাল্লুকের পিত্ত সহ দু’জনকে গ্রেপ্তার করল জম্মু ও কাশ্মীর পুলিশ এবং বন দপ্তরের আধিকারিকরা ৷ শনিবার অনন্তনাগ থেকে গুল মহম্মদ গনি নামে ওই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তার কাছ থেকে 8টি চিতাবাঘের ছাল উদ্ধার করেছে বন দপ্তরের আধিকারিকরা ৷ এছাড়াও, 38টি ভাল্লুকের পিত্তথলি পাওয়া গিয়েছে ৷ অভিযুক্ত অনন্তনাগের বাসিন্দা বলেই জানা গিয়েছে ৷ মানওয়াল থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

একটি সূত্র মারফত খবর পেয়ে অনন্তনাগ পুলিশ এসএইচও সদর থানার নেতৃত্বে শেরপুরায় একটি বাড়িতে হানা দেয় ৷ সেখানে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ বন্যপশুর দেহাংশ উদ্ধার করে তাঁরা ৷ তৎক্ষণাত বাড়ির মালিককে নিজেদের হেপাজতে নেয় পুলিশ ৷ অভিযুক্তের বিরুদ্ধে বন্য়প্রাণ আইন, চোরাচালান সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর বন্য়প্রাণ অপরাধের বিরুদ্ধে এই অভিযানের জন্য ডব্লুসিসিবি-কে শুভেচ্ছা জানিয়েছেন ৷

  • Kudos to the team of @WCCBHQ , J&K police and the Forest department for their successful operation and arresting 2 main kingpins involved in illegal wildlife trafficking in the J&K region.

    Keep up the continued commitment towards ending wildlife crime. https://t.co/v4u0cYDWm8

    — Prakash Javadekar (@PrakashJavdekar) January 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কেরালায় চিতা মেরে মাংস খাওয়ার অভিযোগে ধৃত 5

তিনি টুইট করে জানান, ‘‘ডব্লুসিসিবিএইচকিউ, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং বন দপ্তরকে তাদের অভিযানের সাফল্যের জন্য শুভেচ্ছা ৷ জম্মু ও কাশ্মীরে বন্যপ্রাণীদের নিয়ে চোরাচালানে যুক্ত দুই মাথাকে গ্রেপ্তার করা গিয়েছে ৷ বন্যপ্রাণ অপরাধের বিরুদ্ধে চলা এই লড়াই আপনারা চালিয়ে যান ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.