ETV Bharat / state

'শহিদদের স্মৃতিচারণা আর মিথ্যাচারের সভা এক নয়', একুশের সভাস্থলে বিজেপির সভা নিয়ে আক্রমণ ফিরহাদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 10:59 PM IST

Firhad Hakim: এদিন ফিরহাদ হাকিমের গলায় শহিদ দিবস নিয়ে আবেগ ধরা পড়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, "তৃণমূল কংগ্রেসের শহিদদের প্রতি স্মৃতিচারণ আর বিজেপির মিথ্যাচারন এক নয়। তাকে স্মরণ করেই আমরা একুশে জুলাই পালন করি।"

একুশের সভাস্থলে বিজেপির সভা নিয়ে আক্রমণ ফিরহাদের
Firhad Hakim

কলকাতা, 27 নভেম্বর: একুশে জুলাইয়ের সভার সঙ্গে শাহি সভার তুলনায় রাজি নন ফিরহাদ ৷ আদালতের রায়ের পর নীরব ছিলেন। তবে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 29 নভেম্বর অর্থাৎ বুধবার ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহের মিটিং। এই সভার অনুমতি নিয়ে চলছে জোর রাজনৈতিক তরজা। এবার তা নিয়েই মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

বিজেপির সভাকে কটাক্ষ করে তিনি বলেন, "আমাদের একুশের সভা শহিদ স্মরণ। ভোটের লক্ষ্য নিয়ে এই সভা হয় না। যে বছর ভোট নেই সে বছরেও একুশে জুলাইয়ের সভা ওখানেই করে তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপির এই সভা ভোটকেন্দ্রিক।" এদিন ফিরহাদ হাকিমের গলায় শহিদ দিবস নিয়ে আবেগ ধরা পড়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, "একুশে জুলাইয়ের সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই। ভিক্টোরিয়া হাউজের সামনে ওই জায়গাতেই 13টি যুবকের আত্ম বলিদানের ইতিহাস রয়েছে।"

তিনি আরও বলেন, "তৃণমূল কংগ্রেসের শহিদদের প্রতি স্মৃতিচারণ আর বিজেপির মিথ্যাচারন এক নয়। তাকে স্মরণ করেই আমরা একুশে জুলাই পালন করি। যে বছর নির্বাচন থাকে না সে বছরেও একুশে জুলাই হয়। কিন্তু বিজেপির 29-এর সভা হঠাৎ করে চাগার দেওয়া তার সঙ্গে আমাদের শহিদ তর্পণের কোনও তুলনা হতে পারে না ৷" প্রসঙ্গত, 29-এর সভা নিয়ে বলতে গিয়ে রাজ্যের প্রধান বিচারপতি একুশের প্রসঙ্গ টেনে এনেছিলেন। তারপর থেকেই বিজেপির আক্রমণেও একুশের সভা উঠে এসেছে ৷ প্রথম অবস্থায় বিচারপতির রায়ের পর চুপ থাকলেও এদিন বিজেপির আক্রমণের জবাব দিতে দেরি করলেন না তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপশি নন্দীগ্রাম নিয়ে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি।

গত পরশু খেজুরিতে বিজেপি কর্মী খুন হয়। শুভেন্দু অধিকারী থানা ঘেরাও করেছিলেন। 12 ঘণ্টার জন্য বনধ ডাকে বিজেপি। এই প্রসঙ্গে, ফিরহাদ হাকিম বলেন, "বিজেপি জানে এবার নন্দীগ্রামে তারা আর জয়যুক্ত হতে পারবে না। নন্দীগ্রাম তাদের হাতছাড়া হবে। সেই কারণেই নন্দীগ্রামে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে পলিটিকাল স্টানস ব্যবহার করতে চাইছে তারা।"

আরও পড়ুন:

  1. ডিসেম্বর মাস ভয়ানক হবে বীরভূমের তৃণমূল নেতাদের কাছে, হুঁশিয়ারি শুভেন্দুর
  2. বাজা কদমতলা ঘাটে দেব দীপাবলির অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
  3. ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল থেকে তৈরি জ্যাকেট ও বেঞ্চ, স্বেচ্ছাসেবী সংস্থার উপহার পৌরনিগমকে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.