ETV Bharat / state

Dengue: ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার জেলায় জেলায় যাবে বিশেষজ্ঞ দল

author img

By

Published : Nov 8, 2022, 6:28 PM IST

রাজ্য়ের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ জেলার ডেঙ্গি (Dengue) পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দল পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷

expert-team-to-visit-districts-to-supervise-dengue-situation-on-mamata-banerjee-order
Dengue: ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার জেলায় জেলায় যাবে বিশেষজ্ঞ দল

কলকাতা, 8 নভেম্বর: ক্রমেই ভয়াবহ হচ্ছে রাজ্যের ডেঙ্গি (Dengue) পরিস্থিতি । প্রায় প্রত্যেক দিন নিয়ম করে রাজ্যের বিভিন্ন প্রান্তে কারও না কারও মৃত্যু হচ্ছে । এই অবস্থায় বিরোধীরাও নিয়ম করে শাসক দল তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) এবং রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলছে । এহেন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

মঙ্গলবার নদিয়া সফরে যাওয়ার আগে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি । নবান্ন সূত্র থেকে জানা গিয়েছে, ডেঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী । তিনি ডেঙ্গি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের (Health Department) মেলবন্ধন আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন । ইতিমধ্যেই স্বাস্থ্য ভবন ও রাজ্য সরকারের তরফ থেকে সতর্কতা নেওয়া সত্ত্বেও যেভাবে বাড়ছে, তাতে যথেষ্ট উদ্বিগ্ন রাজ্যের প্রশাসনিক প্রধান ।

আর সেই কারণে এদিন ডেঙ্গি প্রবণ জেলাগুলিতে আলাদা করে দল পাঠানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী । এই দলে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ছাড়াও থাকবেন বিশেষজ্ঞ ডাক্তার । তাঁরা খতিয়ে দেখবেন কেন ওই জেলাগুলিতে বা নির্দিষ্ট পৌর এলাকায় ডেঙ্গির ঘটনা বাড়ছে ।

এদিন ডেঙ্গির ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । তিনি সমস্ত জেলার জেলাশাসককে বাড়তি গুরুত্ব দিয়ে ডেঙ্গি মোকাবিলায় নামার পরামর্শ দিয়েছেন । বিশেষ করে বেশ কিছু জায়গায় নবান্নের কাছে খবর রয়েছে ঠিকমতো নিকাশির কাজ হচ্ছে না । সেই গুলিকে চিহ্নিত করে নবান্নকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি । একই সঙ্গে এদিন জেলাগুলিকে বলা হয়েছে, প্রতিদিনের ডেঙ্গি রিপোর্ট স্বাস্থ্য দফতরের পাশাপাশি রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনকেও পাঠাতে হবে । এদিন বৈঠকে আরও বেশি সংখ্যক পরীক্ষার কথা বলা হয়েছে ।

এদিন ডেঙ্গি নিয়ে বৈঠকেও মুখ্যমন্ত্রীর নির্দেশের বিষয়টি ওঠে । এরপর স্বাস্থ্য দফতরের তরফ থেকে প্রতিনিধি দল কিভাবে কাজ করবে, সে বিষয়ে জানা গিয়েছে । সূত্রের খবর, রাজ্য স্বাস্থ্য দফতরের এই দলের কাজ মূলত এলাকায় এলাকায় গিয়ে ডেঙ্গি পরিস্থিতি কেমন, তা খতিয়ে দেখা । পাশাপাশি নির্দিষ্ট জেলায় কেমনভাবে চলছে ডেঙ্গির চিকিৎসা, ফিভার ক্লিনিক কেমন চলছে, সেগুলি ঠিক মতো কাজ করছে কি না - এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে ওই দল ।

এই নজরদারি দলে কারা থাকবেন ? স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চিকিৎসকদের নিয়ে এই বিশেষ দল তৈরি করা হবে ৷ সেই দলে শহরের বিশেষজ্ঞরাও থাকবেন ৷ স্বাস্থ্য ভবনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রয়োজনে বেডের সংখ্যাও বাড়াতে হবে হাসপাতালগুলিতে ।

আরও পড়ুন: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, একদিনে শহরে মৃত 4

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.