ETV Bharat / state

Train Cancelled: আগামী শনি ও রবিবার 22 ঘণ্টা পাওয়ার ব্লকে শিয়ালদা শাখায় বাতিল একাধিক ট্রেন

author img

By

Published : Apr 7, 2023, 2:27 PM IST

Updated : Apr 7, 2023, 3:49 PM IST

Train Cancelled
Train Cancelled

শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত 22 ঘণ্টা ধরে পাওয়ার ব্লক থাকবে পূর্ব রেলের শিয়ালদা শাখায় ৷ সেই কারণে বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৷ এছাড়া একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ও সময় পরিবর্তন করা হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে ৷

কলকাতা, 7 এপ্রিল: সপ্তাহান্তে শিয়ালদা শাখায় বাতিল হতে চলেছে একগুচ্ছ ট্রেন । এমনিতেই দক্ষিণ পূর্ব রেল ডিভিশনে কুড়মিদের বিক্ষোভের জন্য বেশ কিছু লোকাল, প্যাসেঞ্জার ও দূরপাল্লা ট্রেন গত কয়েকদিন ধরে বাতিল হয়েছে । এছাড়াও একাধিক ট্রেনের যাত্রা পথও পরিবর্তন করা হয়েছে । এবার পূর্ব রেলে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদা শাখায় আগামী শনি ও রবিবার (8 ও 9 এপ্রিল) বেশ কিছু ট্রেন বাতিল হবে ৷ বেশ কিছু ট্রেনের যাত্রাপথের পরিবর্তন ও সময়ের হেরফের ঘটানো হবে ৷ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামিকাল শনিবার রাত 10টা 20 মিনিট থেকে রবিবার রাত 8টা 20 মিনিট পর্যন্ত ট্র্যাফিক বা পাওয়ার ব্লক থাকবে ৷

রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে এক জোড়া করে শিয়ালদা-নৈহাটি, শিয়ালদা-বনগাঁ ও শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল বাতিল থাকবে ৷ রবিবার দুই জোড়া করে শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-হাবড়া, শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-কল্যাণী সীমান্ত ও শিয়ালদা-ব্যারাকপুর লোকাল বাতিল থাকবে ৷ এছাড়া এক জোড়া করে শিয়ালদা-দত্তপুকুর, শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন, শিয়ালদা-হাসনাবাদ, শিয়ালদা-নৈহাটি, শিয়ালদা-শান্তিপুর লোকাল ও শিয়ালদা-গেদে লোকাল বাতিল থাকবে ৷ আর তিন জোড়া শিয়ালদা-রানাঘাট লোকাল বাতিল থাকবে ৷

এছাড়া শনি ও রবিবার ওই সময়ের মধ্যে পদাতিক এক্সপ্রেস ও আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ৷ এছাড়া গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, বালুরঘাট-মালদা টাউন প্যাসেঞ্জার ও মালদা টাউন-শিয়ালদা গৌড় এক্সপ্রেসের সময়সূচির পরিবর্তন করা হয়েছে ৷

অন্যদিকে মোরাদাবাদ ডিভিশনের রাশুরিয়া ও বন্থরা স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজের জন্য পূর্ব রেলের বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছে । আগামী 8 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত এই কাজ চলবে । তাই এই পাঁচ দিন ট্রেন চলাচলের উপর প্রভাব পড়বে ।

এই কাজের জন্য বাতিল করা হয়েছে, হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, হাওড়া-দেরাদুন উপাসনা এক্সপ্রেস ও দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস ৷ জম্মু তাওয়াই-হাওড়া হিমগিরি এক্সপ্রেস ও জম্মু তাওয়াই-হাওড়া এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ৷

এছাড়াও নর্থ সেন্ট্রাল রেলওয়ের প্রয়াগ ডিভিশনে আগামী 22 এপ্রিল পর্যন্ত ইন্টারলকিংয়ের কাজ চলবে ৷ তাই এই ক্ষেত্রেও বেশ কিছু ট্রেনের সময় ও যাত্রাপথ করা হয়েছে ৷ যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে হাওড়া-যোধপুর এক্সপ্রেস ও শিয়ালদহ-আজমেঢ় এক্সপ্রেস ও বিকানের-হাওড়া এক্সপ্রেসের৷ হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস, বাঢ়মেঢ়-হাওড়া এক্সপ্রেস ও কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে ৷

আরও পড়ুন: কুড়মি বিক্ষোভে ব্যাহত পরিষেবা, বাতিল 78 জোড়া ট্রেন

Last Updated :Apr 7, 2023, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.