ETV Bharat / state

Student Union Election: স্থায়ী উপাচার্য নিয়োগ না হলে ছাত্র সংসদের নির্বাচন সম্ভব নয়, হাইকোর্টে জানাল এজি

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 12:55 PM IST

ছাত্র সংসদ নির্বাচন কবে হবে এই বিষয়ে কলকাতা হাইকোর্টকে স্পষ্ট জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷ স্থায়ী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত কোনওভাবেই নির্বাচন সম্ভব নয় বলে জানালেন তিনি ৷

Etv Bharat
কলকাতা হাইকোর্ট

কলকাতা, 3 অক্টোবর: স্থায়ী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আইনত রাজ্যের সমস্ত কলেজে ছাত্র সংসদের নির্বাচন সম্ভব নয় । মঙ্গলবার এমনটাই জানালেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় । তিনি এদিন আরও জানান, রাজ্যপালের উপাচার্য নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে । তাই এই মুহূর্তে ছাত্র সংসদের নির্বাচন সম্ভব নয় ।

প্রেসিডেন্সির এক ছাত্র ঋষভ সাহা রাজ্যের প্রায় 500টি কলেজের ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানিয়ে 22 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন । সেই মামলার প্রেক্ষিতে রাজ্যের অবস্থান কী তা আজ স্পষ্ট করে জানিয়ে দিলেন জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল । সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর মামলার শুনানি হবে । 2 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি ।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এদিন রিপোর্ট ফাইল করে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ মামলাটা সুপ্রিম কোর্টে আটকে রয়েছে । 2017 ইউনিভার্সিটি ও কলেজের রুল চ্যালেঞ্জ করে মামলাকারীরা মামলা করেছেন । এই রুলের ক্ষমতা বলে কলেজের যারা অধ্যাপক-সহ অন্যান্য পদাধিকারী রয়েছে তারাই ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট-সহ অন্যান্য পদে বসে পড়ছে বলে অভিযোগ । তবে এই বিষয়ে উত্তর জানাতে সময় চেয়েছেন এজি ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও ছাত্রমৃত্যুর ঘটনার পর দেখা যায় সেখানে দীর্ঘদিন কোনও ছাত্র সংসদের নির্বাচন হয়নি । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ছিল না কোনও উপাচার্য । ফলে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী প্রশাসন নেই । রাজ্যের বহু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের একই পরিস্থিতি । তারপরই রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন চেয়ে হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক জনস্বার্থ মামলা । তাতেই আজকে এজি জানিয়ে দিলেন উপাচার্য নিয়োগ না হলে নির্বাচন সম্ভন নয় ৷

আরও পড়ুন : কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.