ETV Bharat / state

Abhishek Banerjee: শিক্ষক নিয়োগ দুর্নীতি, বৃহস্পতিতে অভিষেককে ডাকল ইডি

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 9:59 AM IST

Updated : Nov 8, 2023, 4:45 PM IST

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে ৷

কলকাতা, 8 নভেম্বর: জন্মদিন মিটতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি ৷ সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ দলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার, সকাল 11টায় সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তাঁকে হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছে ৷

এর আগে 3 অক্টোবর হাজিরা দেওয়ার জন্য অভিষেককে সমন পাঠায় ইডি ৷ কিন্তু সেবার তিনি এই হাজিরা এড়িয়ে যান ৷ 2-3 অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধরনা কর্মসূচি থাকায় তিনি ইডি-র কার্যালয়ে যেতে পারেননি ৷

এর পর 9 অক্টোবর অভিষেক ও রুজিরাকে ডেকে পাঠিয়েছিল ইডি ৷ 11 অক্টোবর ইডি দফতরে হাজিরা দেন রুজিরা ৷ 8 ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি ৷ শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁকে এই প্রথমবার ডেকে পাঠানো হয়েছিল ৷ এর মধ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় ইডি দফতরে হাজিরা দেন ৷

এর আগে কয়লা পাচার মামলায় আর্থিক তছরূপের অভিযোগের তদন্তেও ইডি অভিষেক এবং অভিষেক-পত্নীকে একাধিকবার তলব করেছে ৷ কয়লা দুর্নীতি মামলার তদন্তে দিল্লিতে ইডির কার্যালয়ে একাধিকবার হাজিরা দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ প্রায় প্রতিবারই 8-9 ঘণ্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে ৷ ফের তলব করা হল অভিষেককে ৷ তবে এবার অভিষেককে শিক্ষায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তলব করা হয়েছে ৷

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কারাবন্দি কুন্তল ঘোষ ৷ তাঁর লেখা চিঠি নিয়ে বিতর্কে জড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়া 'কালীঘাটের কাকু' বলে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্রকেও শিক্ষা নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে ৷ তারপর সামনে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস ৷

ইডি'র তরফ থেকে জানানো হয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে লিপস এন্ড বাউন্স সংস্থার সিইও পদে রয়েছেন ৷ তদন্তকারীদের অভিযোগ, বিভিন্ন দুর্নীতির কোটি কোটি কালো টাকা এই লিপস অ্যান্ড বাউন্ডস নামক কোম্পানিতে বিনিয়োগ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

আরও পড়ুন: ইডি দফতরে অভিষেক-পত্নীর হাজিরা নিয়ে কটাক্ষ শুভেন্দুর

Last Updated :Nov 8, 2023, 4:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.