ETV Bharat / state

ইনসাফ ব্রিগেডে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা পেতে মরিয়া বাম যুব সংগঠন

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 7:49 PM IST

CPM Brigade Rally: অসুস্থ রাজ্যের প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ এদিকে 7 জানুয়ারি ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই ৷ সমাবেশে আগত কর্মী-সমর্থকদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা পৌঁছক, চেষ্টা করছে সংগঠনের নেতৃত্ব ৷

ETV Bharat
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

কলকাতা, 30 ডিসেম্বর: বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ব্রিগেড সমাবেশ হওয়ার কথা আগামী 7 জানুয়ারি ৷ যদিও এই সমাবেশ আদৌ হবে কি না, তা এখনও নিশ্চিত নয় ৷ তবে এই সমাবেশে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এর বার্তা, সমাবেশে আগত কর্মী-সমর্থকদের সামনে রাখার চেষ্টা করছেন ডিওআইএফআই নেতৃত্ব ৷ রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবন সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা একেবারে ভালো যাচ্ছে না ৷ জুলাই মাসে তিনি বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷

এই পরিস্থিতিতে অন্তত সশরীরে না-হলেও, তিনি যদি কোনও লিখিত বার্তা দেন বা মৌখিক অডিয়ো বার্তা তাঁর কাছ থেকে পাওয়া যায় ৷ এই চেষ্টা করছে যুব সংগঠনের নেতা-নেত্রীর ৷ এই কঠিন রাজনৈতিক অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা বাম-কর্মী সমর্থকদের অনুপ্রেরণা দেবে ৷

পাঁচ বছর আগে শেষবার প্রবীণ বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেড সমাবেশে এসেছিলেন ৷ দিনটি ছিল 2019 সালের 3 ফেব্রুয়ারি ৷ ছিলেন মাত্র 10 থেকে 15 মিনিট ৷ তবে শারীরিক অবস্থার কারণে তিনি সেবার গাড়ি থেকেই নামেননি ৷ কারণ, তাঁর অনেকদিন আগে থেকেই তিনি শারীরিক অসুস্থতার কারণে গৃহবন্দি ছিলেন ৷ তারপর 2021 সালে বিধানসভা ভোটের আগে তিনি অডিয়ো বার্তা পাঠিয়েছিলেন ৷ কর্মীদের উৎসাহ দিতে সেই অডিয়ো বার্তা প্রচারে চালিয়েছিল সিপিএম ৷

ডিওয়াইএফ থেকে ডিওয়াইএফআই হওয়ার আগে এ রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল ৷ কিন্তু, পরে সারা দেশে এই সংগঠন বিস্তারে অন্যতম অগ্রণী ভূমিকা বা প্রতিষ্ঠাতা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁর হাত ধরেই 1967 সালে ডিওয়াইএফ, ডিওয়াইএফআই-তে পরিণত হয় ৷

এর আগে 2009 সালে ব্রিগেডে সমাবেশ করেছিল ডিওয়াইএফআই ৷ 15 বছর বাদে ফের ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বাম যুব সংগঠন ৷ কিন্তু বিগেডে ময়দান আদৌ পাওয়া যাবে কি না, তা এখনও পর্যন্ত নিশ্চিত নয় ৷ তবে সিপিএম রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম বলেন, "ইনসাফ যাত্রায় যেভাবে বাংলার সাধারণ মানুষের সাড়া মিলেছে, সেই কথা মাথায় রেখে আগামী 7 তারিখের ব্রিগেড সমাবেশের প্রস্তুতির আলোচনা হয়েছে ৷ আগামী 7 তারিখ কলকাতা জনপ্লাবন দেখবে ৷ সাধারণ মানুষের সমস্যা না হওয়ার কারণে ছুটির দিন বাছা হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. অবস্থার অবনতি! ইনভেসিভ ভেন্টিলেশনে বুদ্ধদেব, বেড়েছে রক্তচাপও
  2. ব্রিগেড ময়দানে সমাবেশে মেলেনি সেনার অনুমতি, মিলিটারি নামলেও 7 জানুয়ারি সভা হবে; দাবি যুবনেত্রী মীনাক্ষীর
  3. সিপিএম কর্মীকে পিটিয়ে মেরে ফেলায় 10 বছর পর 12 তৃণমূল কর্মীর যাবজ্জীবন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.