ETV Bharat / sports

বলে অর্শদীপ, ব্যাটে দাপট সূর্যর; আমেরিকাকে 7 উইকেটে হারিয়ে সুপার এইটে ভারত - T20 World Cup 2024

USA vs IND: চলতি টি-20 বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেল রোহিত অ্যান্ড কোং ৷ ভারতের পাশাপাশি সুপার এইটে পৌঁছেছে আরও দুই দল, অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা ৷ গতকাল, বুধবার (ভারতীয় সময় অনুযায়ী) মেন ইন ব্লু'-এর জয়ের কারিগর সূর্যকুমার যাদব ও অর্শদীপ সিং ৷ দুরন্ত বোলিং করে বিশ্বকাপে এদিন রেকর্ড গড়েন অর্শদীপ সিং। এটা টি-20 বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং।

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 13, 2024, 7:08 AM IST

Updated : Jun 13, 2024, 7:43 AM IST

USA vs IND
ভারতের জয় (আইসিসি এক্স হ্যান্ডেল)

নিউইয়র্ক, 13 জুন: তিন ম্যাচের সবক'টিতেই জয় ৷ তাই সরাসরি সুপার এইটে পৌঁছল ভারত ৷ 10 বল বাকি থাকতেই বুধবার আয়োজক দেশ আমেরিকাকে সাত উইকেটে হারাল রোহিত ব্রিগেড ৷ হাত ঘুরিয়ে যেমন রেকর্ড গড়ল অর্শদীপ সিং, তেমনই ব্যাটে দুর্ধর্ষ সূর্যকুমার যাদব ৷ আমেরিকার করা 110 রান 18.2 ওভারে তুলে নিয়ে সাত উইকেটে জয় ছিনিয়ে নেয় রোহিত অ্য়ান্ড কোং ৷

দুরন্ত বোলিং করে বিশ্বকাপে এদিন রেকর্ড গড়েন অর্শদীপ সিং। 4 ওভার করে 9 রান দিয়ে 4টি উইকেট তুলে নেন এই পঞ্চাব তনয় ৷ এটা টি-20 বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং। সেইসঙ্গে ম্যাচের সেরাও হন তিনি ৷ এদিকে, 49 বলে 50 রানের অপরাজিত ইনিংস খেলেন 'স্কাই'। তাঁকে 35 বলে 31 রান করে সঙ্গ দেন শিবম দুবে ৷

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ আমেরিকার ওপেনার শায়ান জাহাঙ্গির শূন্য রানে সাজঘরে ফেরেন ৷ 24 রান করে আউট হন স্টিভেন টেলর ৷ আমেরিকার গতকালের ইনিংসে সবথেকে বেশি রান নীতীশ কুমারের ৷ 23 বলে 27 রান করেন তিনি ৷ ব্যস, এরপর আর কোনও ব্যাটারই 15 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ 20 ওভারে 8 উইকেট হারিয়ে 110 রান তোলে অ্যারন জোনসরা ৷ এদিন বল হাতে অর্শদীপ যেভাবে ঝড় তোলেন তাতে আমেরিকার ব্যাটাররা বেশিক্ষণ টিকতে পারেননি ৷ 4 আভার বল করে 9 রান দিয়ে 4টি উইকেট তুলে নেন তিনি ৷ হার্দিক পাণ্ডিয়া উইকেট নেন 2টি ৷ 1টি উইকেট নেন অক্ষর প্যাটেল ৷

রান তাড়া করতে নেমে ব্যাট হাতে দুরন্ত হয়ে ওঠেন সূর্যকুমার যাদব ৷ তার আগে রোহিত শর্মা 3 রান, বিরাট কোহলি শূন্য ও ঋষভ পন্ত 18 রানে আউট হয়ে যান ৷ ক্রিজে টিকে থেকে দলকে জেতাতে ব্যাট চালাতে থাকেন সূর্য ৷ 49 বলে অর্ধশতরান করে অপরাজিত থেকে যান ভারতীয় এই ব্যাটার ৷ এদিন তাঁর ব্যাট থেকে এসেছে দু'টি চার ও দু'টি ছয় ৷ তাঁকে সঙ্গ দেন শিবম দুবে ৷ 35 বলে 31 রান করে তিনিও অপরাজিত থেকে যান ৷ তিন উইকেট হারিয়ে 10 বল বাকি থাকতে ম্যাচ জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷

নিউইয়র্ক, 13 জুন: তিন ম্যাচের সবক'টিতেই জয় ৷ তাই সরাসরি সুপার এইটে পৌঁছল ভারত ৷ 10 বল বাকি থাকতেই বুধবার আয়োজক দেশ আমেরিকাকে সাত উইকেটে হারাল রোহিত ব্রিগেড ৷ হাত ঘুরিয়ে যেমন রেকর্ড গড়ল অর্শদীপ সিং, তেমনই ব্যাটে দুর্ধর্ষ সূর্যকুমার যাদব ৷ আমেরিকার করা 110 রান 18.2 ওভারে তুলে নিয়ে সাত উইকেটে জয় ছিনিয়ে নেয় রোহিত অ্য়ান্ড কোং ৷

দুরন্ত বোলিং করে বিশ্বকাপে এদিন রেকর্ড গড়েন অর্শদীপ সিং। 4 ওভার করে 9 রান দিয়ে 4টি উইকেট তুলে নেন এই পঞ্চাব তনয় ৷ এটা টি-20 বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং। সেইসঙ্গে ম্যাচের সেরাও হন তিনি ৷ এদিকে, 49 বলে 50 রানের অপরাজিত ইনিংস খেলেন 'স্কাই'। তাঁকে 35 বলে 31 রান করে সঙ্গ দেন শিবম দুবে ৷

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ আমেরিকার ওপেনার শায়ান জাহাঙ্গির শূন্য রানে সাজঘরে ফেরেন ৷ 24 রান করে আউট হন স্টিভেন টেলর ৷ আমেরিকার গতকালের ইনিংসে সবথেকে বেশি রান নীতীশ কুমারের ৷ 23 বলে 27 রান করেন তিনি ৷ ব্যস, এরপর আর কোনও ব্যাটারই 15 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ 20 ওভারে 8 উইকেট হারিয়ে 110 রান তোলে অ্যারন জোনসরা ৷ এদিন বল হাতে অর্শদীপ যেভাবে ঝড় তোলেন তাতে আমেরিকার ব্যাটাররা বেশিক্ষণ টিকতে পারেননি ৷ 4 আভার বল করে 9 রান দিয়ে 4টি উইকেট তুলে নেন তিনি ৷ হার্দিক পাণ্ডিয়া উইকেট নেন 2টি ৷ 1টি উইকেট নেন অক্ষর প্যাটেল ৷

রান তাড়া করতে নেমে ব্যাট হাতে দুরন্ত হয়ে ওঠেন সূর্যকুমার যাদব ৷ তার আগে রোহিত শর্মা 3 রান, বিরাট কোহলি শূন্য ও ঋষভ পন্ত 18 রানে আউট হয়ে যান ৷ ক্রিজে টিকে থেকে দলকে জেতাতে ব্যাট চালাতে থাকেন সূর্য ৷ 49 বলে অর্ধশতরান করে অপরাজিত থেকে যান ভারতীয় এই ব্যাটার ৷ এদিন তাঁর ব্যাট থেকে এসেছে দু'টি চার ও দু'টি ছয় ৷ তাঁকে সঙ্গ দেন শিবম দুবে ৷ 35 বলে 31 রান করে তিনিও অপরাজিত থেকে যান ৷ তিন উইকেট হারিয়ে 10 বল বাকি থাকতে ম্যাচ জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷

Last Updated : Jun 13, 2024, 7:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.