ETV Bharat / state

Record Liquor Sale in Durga Puja: পুজোর পাঁচ দিনে মদ বিক্রি হল 620 কোটি টাকার, নবমীতেই আয় 200 কোটি

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 7:37 AM IST

Updated : Oct 31, 2023, 10:00 AM IST

Record Liquor Sale
পুজোর পাঁচ দিনে মদ বিক্রি হল 620কোটি টাকার

পুজোর পাঁচ দিনে মদ বিক্রি করে 620 কোটি টাকা আয় রাজ্য আবগারি দফতরের ৷ সবথেকে বেশি বিক্রি হয়েছে নবমীর দিনে ৷ এই বছর পুজোতে সবদিনই খোলা ছিল মদের দোকান ৷ রাজ্য়ের আয় বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷

কলকাতা, 31 অক্টোবর: রাজ্যের কোষাগার ভরাতে যে সুরা অন্যতম ভরসা তা আর বলার অপেক্ষা রাখে না ৷ এবার পুজোয় মদ বিক্রি করে মোটা অংকের অর্থ ঘরে তুলল রাজ্য সরকার। এক-দুই কোটি নয়, এবার পুজোয় মদ বিক্রি করে 600 কোটি টাকার বেশি আয় করেছে রাজ্যের আবগারি দফতর । সবথেকে বেশি বিক্রি হয়েছে নবমীতে ৷ প্রায় 200 কোটি টাকা ৷ প্রসঙ্গত এ বছরই পুজোর সবক’টি দিন মদ বিক্রি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য । ছিল না কোনো ড্রাই-ডে।

এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা সরকারের সমালোচনা করলেও, সেই সিদ্ধান্ত রাজ্যের কোষাগারে মোটা লক্ষ্মীলাভে সাহায্য করেছে তা বোঝা যাচ্ছে । আবগারি দফতর সূত্রে খবর, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মদ বিক্রি করে রাজ্য সরকার আয় করেছে প্রায় 620 কোটি টাকা । পাঁচ দিনের মধ্যে নবমীতে আয় হয়েছে 200 কেটি টাকা । সপ্তমীতে আয় হয়েছে 150 কোটি টাকা । একই সঙ্গে দেশি মদ এবং বিয়ারের থেকেও বিদেশি মদ বিক্রি সবচেয়ে বেশি হয়েছে এই বছর। উৎসবের মাস অক্টোবরে পাঁচ দিনে মদ বিক্রি করে মোট অঙ্কের টাকা এসেছে রাজ্যের কোষাগারে ৷ শুধুমাত্র অক্টোবর মাসেই মদ বিক্রি করে রাজ্য সরকার আয় হয়েছে প্রায় 1000 কোটি টাকা ।

রাজ্য আবগারি দফতরের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, গত অর্থবর্ষের শেষে শুধুমাত্র মদ বিক্রি করেই এই দফতরের আয় হয়েছিল 22 হাজার কোটি টাকা । দফতরের আধিকারিকদের আশা, গত আর্থিকবর্ষের তুলনায় এবার আরও 20 শতাংশ মুনাফা বাড়বে রাজ্যের মদ থেকে । গত বছর মদ বিক্রি করে আবগারি দফতরের আয় বেড়েছিল 18 শতাংশ । এবার তা আরও বাড়বে বলেই আশা করছেন আধিকারিকরা । এখনও পর্যন্ত ক্রিসমাস দোলের মত অনুষ্ঠানগুলি রয়েছে । ফলে আবগারি দফতরের আধিকারিকেরা মনে করছেন বছরের শেষে এই আয় এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে ।

আরও পড়ুন: ক্রিসমাসে কেরলে রেকর্ড সংখ্যক মদ বিক্রি, আয় 250 কোটি

Last Updated :Oct 31, 2023, 10:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.