ETV Bharat / state

UNESCO Durga Puja : জগৎসভায় শ্রেষ্ঠ, দুর্গাপুজোকে স্বীকৃতি ইউনেসকো'র

author img

By

Published : Dec 15, 2021, 5:35 PM IST

Updated : Dec 15, 2021, 11:03 PM IST

দুর্গাপুজোকে ইউনেসকো'র স্বীকৃতি ৷ ইউনেসকো'র (UNESCO) সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দুর্গাপুজোর (Durga Puja in UNESCO Cultural Heritage List) ৷

UNESCO Durga Puja
কুম্ভমেলার পর কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি ইউনেসকো'র

কলকাতা, 15 ডিসেম্বর : দুর্গাপুজো এবং তাকে কেন্দ্র করে বাঙালির আবেগ পেল আন্তর্জাতিক স্বীকৃতি ৷ নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের দুর্গাপুজোকে স্থান দিল ইউনেসকো (Durga Puja in UNESCO Cultural Heritage List) ৷ বুধবার রাষ্ট্রসংঘের সংস্থাটির তরফে এই ঘোষণা করা হয়েছে ৷

এদিন নিজেদের টুইটার হ্যান্ডেলে এই খবরটি প্রকাশ করে ইউনেসকো'র ভারতীয় শাখার তরফে লেখা হয় "দুর্গাপুজোকে ইউনেসকো'র মানবজীবনের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেওয়া হয়েছে ৷" বাংলা ও বাঙালির অন্যতম পরিচয় বলা হয় শারদীয়া উৎসব বা দুর্গাপুজোকে ৷ এবার তাকেই স্বীকৃতি দিল ইউনেসকো ৷

আরও পড়ুন : তিন দশক পর বক্সায় দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

প্যারিসে অনুষ্ঠিত ইউনেসকোর 16তম ইন্টার গভর্নমেন্টাল সভায় এদিন এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এর আগে 2013 সালে মণিপুরের সংকীর্তন সঙ্গীত প্রথা, 2014 সালে পঞ্জাবের তামার হস্তশিল্প, 2016 সালে ভারতীয় যোগ ও 2017 সালে কুম্ভমেলা ইউনেসকোর এই তালিকায় ঠাঁই পেয়েছে ৷ ইউনেসকোর তালিকায় রয়েছে পুরুলিয়ার ছৌ-নাচও ৷ রাজ্যের তরফে ইউনেসকো'র কাছে আবেদন জানানো হয়েছিল দুর্গাপুজোকে এই স্বীকৃতি দেওয়ার ৷ এবার তাতেই সম্মলি দিল সংস্থাটি ৷

দুর্গাপুজোর এই স্বীকৃতিতে খুশি মৃৎশিল্পীরাও ৷ কুমোরটুলির মৃৎশিল্পী ইন্দ্রজিৎ পাল বলেন, "এই স্বীকৃতি গর্বের বিষয় ৷ কাদা-মাটি দিয়ে দেবী প্রতিমা তৈরি হয়, সেই মূর্তি দিয়ে দুর্গা পুজো হয় ৷ এই সম্মান শুধু কুমোরটুলি নয় রাজ্যের মৃৎশিল্পীদের কাছেও গৌরবের ৷ আরও আগে এই স্বীকৃতি মেলা উচিত ছিল ৷"

Last Updated :Dec 15, 2021, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.