ETV Bharat / state

দেশজুড়ে ধর্মঘট চিকিৎসকদের, মিশ্র প্রভাব বাংলাতেও

author img

By

Published : Jul 31, 2019, 12:39 PM IST

Updated : Jul 31, 2019, 2:38 PM IST

ন্যাশনাল মেডিকেল কমিশন বিল, 2019 (NMC Bill, 2019)-এর প্রতিবাদে আজ দেশজুড়ে ধর্মঘট চিকিৎসকদের ৷ ন্যাশনাল মেডিকেল কলেজ, নীলরতন সরকারে এই ধর্মঘটের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা গেছে ৷

ফাইল ফোটো

কলকাতা, 31 জুলাই : ন্যাশনাল মেডিকেল কমিশন বিল, 2019 (NMC Bill, 2019)-এর প্রতিবাদে আজ দেশজুড়ে ধর্মঘট চিকিৎসকদের ৷ প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও ৷ ন্যাশনাল মেডিকেল কলেজ, নীলরতন সরকারে এই ধর্মঘটের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা গেছে ৷ যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোগী দেখতে শুরু করেছেন নীলরতনের চিকিৎসকরা ৷ NMC Bill-র প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) ও অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অরগানাইজেশন (AIDSO) বনধের ডাক দিয়েছিল ।

image
NMC-র প্রতিবাদে সরব উত্তরবঙ্গ মেডিকেল

কলকাতার পাশাপাশি সাগর দত্ত মেডিকেল কলেজেও একই ছবি দেখা গেছে ৷ অন্যদিকে, NMC Bill-র প্রতিবাদে সরব হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ৷ ধর্মঘটের অল্পবিস্তর প্রভাব পড়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালেও ৷ ইমারজেন্সি বিভাগ খোলা থাকলেও সমস্ত বহির্বিভাগ বন্ধ রয়েছে৷ ক্ষোভ প্রকাশ করছেন রোগীর পরিজনরা ৷ এদিকে, তেমন কোনও প্রভাব পড়েনি আসানসোলে । সেখানে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক ।

image
আংশিক প্রভাব দুর্গাপুর মহকুমা হাসপাতালেও

এই বিষয়ে অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টরস (ওয়েস্ট বেঙ্গল)-এর রাজ্য সম্পাদক মানস গুমটা বলেন, "কলকাতা সহ রাজ্যের অন্যান্য জায়গায় বনধের প্রভাব পড়েছে ৷ খুব কম সময়ের বনধ ডাকা হয়েছিল ৷ তাও ভালোই প্রভাব পড়েছে ৷"

Intro:কলকাতা, ২৯ জুলাই: NRS-কাণ্ডে প্রশাসনের "সদর্থক" পদক্ষেপের জেরে, আগামীকাল, মঙ্গলবার মিছিল করে লালবাজারে যাওয়ার কর্মসূচি স্থগিত রাখলেন জুনিয়র ডাক্তাররা। পুলিশের তরফে আরও দশ দিন সময় চাওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের কাছে। জুনিয়র ডাক্তাররা এই সময় দিয়েছেন। তদন্তে সহযোগিতা করা হচ্ছে বলে জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে।


Body:মঙ্গলবার, ৩০ জুলাই NRS থেকে মিছিল করে লালবাজারে যাওয়ার কর্মসূচি জুনিয়র ডাক্তাররা গ্রহণ করেছিলেন বলে জানা গিয়েছিল। গত শনিবার ভবানী ভবনে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে, পুলিশ প্রশাসনের তরফে তিনদিনের সময় চাওয়া হয়েছিল জুনিয়র ডাক্তারদের কাছে। মঙ্গলবারের মধ্যে পুলিশের প্রম্পট অ্যাকশন দেখা যাবে বলে ওই বৈঠকে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছিল জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের। শেষ পর্যন্ত মঙ্গলবার NRS-কাণ্ডে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর আগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। তারা এখন জামিনে মুক্ত।

জুনিয়র ডাক্তারদের তরফের সোমবার বিকালে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে সংবাদ মাধ্যমে জানানো হয়, গত ১০ থেকে ১৭ জুন পশ্চিমবঙ্গে ডাক্তারদের যে ঐতিহাসিক আন্দোলন হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে গত ১৭ জুন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়, "তার কিছু কিছু বাস্তবায়িত হলেও বহু দাবি আজও অপূর্ণ রয়েছে। গত শনিবার, ২৭ জুলাই অবিলম্বে সদর্থক ভূমিকা পালনের কথা জানিয়ে তিনদিনের সময় আমাদের কাছে চেয়ে নেওয়া হয়। এই অবস্থায় সোমবার সকালে আমরা খবর পাই NRS-কাণ্ডে সিসিটিভির ফুটেজের যে ১৫ জনকে চিহ্নিত করা হয়েছিল, তাদের মধ্যে মূল দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আদালত আগামী ৯ তারিখ পর্যন্ত জেল হেফাজত দিয়েছে। সূত্রের খবর, NRS-কাণ্ডে আরও একজনকে আটক করা হয়েছে।"

একইসঙ্গে বলা হয়, "বর্ধমান মেডিকেল কলেজ এবং বর্ধমান ডেন্টাল কলেজের ঘটনা নিয়ে আমরা জানতে চেয়েছিলাম গত শনিবারের বৈঠকে। আমাদের জানানো হয়েছে, বর্ধমান মেডিকেল কলেজে দুজন এবং বর্ধমান ডেন্টাল কলেজ এর ৩ জন, মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিজি আমাদেরকে সহযোগিতার অনুরোধ জানিয়ে আরও দশ দিন সময় চেয়ে নিয়েছেন। আমরা সম্পূর্ণ খুশি না হলেও প্রশাসনের কিছু পদক্ষেপ পজিটিভ মনে হয়েছে আমাদের।"


Conclusion:শনিবারের মিছিলে বিষয়ে জানতে চাওয়া হলে জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়, "আমরা যেহেতু প্রশাসনের কিছু সমর্থক পদক্ষেপ দেখেছি, এখনও পর্যন্ত আমরা আশাবাদী যে কালকে আমাদের জনজীবনকে ব্যাহত করতে হবে না।" একই সঙ্গে বলা হয়, "পুরো জিনিসটা তদন্তের বিষয়ে এখানে আমাদের সহযোগিতা করতেই হবে।" NRS-কাণ্ডে যে দুজন আক্রান্ত হয়েছিলেন তাদের কথা শনিবার সন্ধ্যার পরে জুনিয়র ডাক্তারদের জেনারেল বোর্ডের মিটিংয়ে শোনা হবে বলেও জানানো হয়েছে।

বাইট:
wb_kol_01a_jr_docs_rally_postpnd_byte_7203421
জুনিয়র ডাক্তারদের বক্তব্য
Last Updated : Jul 31, 2019, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.