ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : 108 পৌরসভা, নজরদারিতে দিলীপ-সুকান্ত-শুভেন্দু

author img

By

Published : Feb 24, 2022, 2:35 PM IST

Bengal BJP
108 টি পৌরসভা ভোটে বিজেপির নজরদারি

মাত্র তিন দিন বাকি ৷ 108টি পৌরসভায় নির্বাচন ৷ এদিন নিজেদের গড় রক্ষায় থাকবেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার (Bengal Civic Polls 2022) ৷

কলকাতা, 24 ফেব্রুয়ারি : আগামী 27 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের 108 টি পৌরসভায় নির্বাচন । বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্যের শীর্ষ নেতৃত্বের মধ্যে এই পৌরভোটের দায়িত্ব বণ্টন করা হল । যে নেতার গড় যেখানে, সেখানেই ভোটের দিন তাঁকে নজরদারির নির্দেশ দেওয়া হল (Dilip, Sukanta, Suvendu to supervise 108 Civic Polls 27 Febreuary) ।

পূর্ব মেদিনীপুরে কাঁথি পৌরসভার (Contai Municipality) দায়িত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁধে । বালুরঘাট পৌরসভা (Balurghat Municipality) দেখাশোনা করবেন বিজেপির রাজ্য সভাপিত সুকান্ত মজুমদার । দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, খড়্গপুর, নদিয়ার কৃষ্ণনগর, দক্ষিণ 24 পরগনা-সহ একাধিক পৌরসভায় নজর রাখবেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । তিনি এর আগে রাজ্য সভাপতি ছিলেন । গোটা দক্ষিণবঙ্গই তাঁর হাতের তালুর মতো চেনা । তাই প্রাক্তন রাজ্য সভাপতির উপর ভার বেশি ।
আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : শিশির অধিকারী বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন : অভিযোগ সুপ্রকাশ গিরির

বিজেপি সূত্রে খবর, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য ইতিমধ্যে রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর সঙ্গে 108 টি পৌরসভা নির্বাচন নিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন । বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, দুটি পৌরসভা ছাড়া বাকি সব পৌরসভায় বিজেপিকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে ৷ একমাত্র পুরুলিয়া ও কাঁথি পৌরসভায় পৌরবোর্ড গঠন করবে বিজেপি, আত্মবিশ্বাসী রাজ্য নেতৃত্ব । সে বিষয়ে দিল্লিকে জানিয়েছে রাজ্য নেতৃত্ব ।

অন্যদিকে, 108 টি পৌরসভায় বিজেপি কর্মীদের সেভাবে প্রচারে নামতে দেখা যায়নি। দু-একটি পৌরসভায় গেরুয়া শিবিরের কিছু কর্মী-সমর্থকদের দেখা গিয়েছে । দলীয় সূত্রে খবর, 2021-র বিধানসভা ভোটের পর থেকে বহু বিজেপি কর্মী ঘরছাড়া । অভিযোগ, এই সময় বিজেপির রাজ্য নেতৃত্ব তাঁদের পাশে দাঁড়ায়নি । ফলে শ'য়ে শ'য়ে বিজেপি কর্মী বসে গিয়েছে । এ বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেন, "কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আমরা একাধিক পৌরসভার দায়িত্ব নিয়েছি । এটা আমাদের রুটিন দায়িত্ব বণ্টন । আমরা রাজ্যের নেতা । তাই পৌরসভা ভোটের দিন তো নজর রাখতেই হবে।"

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : তৃণমূল নেতারাই আনিশ খুনে জড়িত, দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.