Bengal Civic Polls 2022 : শিশির অধিকারী বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন : অভিযোগ সুপ্রকাশ গিরির
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্রকাশ গিরির সমর্থনে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয় (Bengal Civic Polls 2022)। উক্ত কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি-সহ জেলার অন্যান্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। সভা শুরুর পর থেকেই তৃণমূলের নেতৃত্বরা অধিকারীদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেন। কাঁথি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও তৃণমূল যুব কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, "তৃণমূলের টিকিটে কাঁথি লোকসভা থেকে জিতে সাংসদ হয়েছেন শিশির অধিকারী। বিধানসভা নির্বাচনের আগে থেকে অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হয়। শিশির অধিকারীর ছেলে শুভেন্দু ও সৌমেন্দু বিজেপিতে যোগদান করেন ৷ তবে শিশিরবাবু ও তাঁর মেজো ছেলে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান না করলেও বিজেপির অনুষ্ঠানে দেখা গিয়েছে শিশিরবাবুকে। তবে দল সাংসদ পদ থেকে ইস্তাফা দেওয়ার কথা বললেও ইস্তফা দেননি তাঁরা।" আগামী 27 ফেব্রুয়ারি কাঁথি পৌরসভায় নির্বাচন রয়েছে। আর সেই নির্বাচনে শিশিরবাবু ফোন করে করে ভোটারদের বিজেপিতে ভোট দেওয়ার কথা বলার অভিযোগ করেন সুপ্রকাশ গিরি।
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
Bengal Civic Polls 2022