ETV Bharat / state

Dilip Taunts Mamata: ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে, মোদির সঙ্গে বৈঠক নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের

author img

By

Published : Nov 21, 2022, 3:38 PM IST

Updated : Nov 21, 2022, 4:14 PM IST

Dilip Ghosh taunts Mamata Banerjee over her upcoming meeting with PM Modi in Delhi
ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে, মোদির সঙ্গে বৈঠক নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের

ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে ৷ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে আসন্ন বৈঠক (Modi Mamata Meeting) নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) এই ভাষাতেই কটাক্ষ (Dilip Taunts Mamata) করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷

কলকাতা, 21 নভেম্বর: দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে আসন্ন বৈঠক (Modi Mamata Meeting) নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Taunts Mamata)৷ একইসঙ্গে, বীরবাহা হাঁসদাকে নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য প্রসঙ্গে শাসকদলের সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, "প্রয়োজনে আদালতে যান ৷ আদালত তার বিচার করবে ৷" তবে এ প্রসঙ্গে অখিল গিরির প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রীকে একহাত নেন তিনি ৷

সোমবার নিউটাউনে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ ৷ তখনই তাঁকে প্রশ্ন করা হয়, বীরবাহা হাঁসদাকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের জন্য কুণাল ঘোষ যে কথা বলেছেন, তার জবাবে তিনি কী বলবেন ? উত্তরে দিলীপ বলেন, "এ সব ডায়লগ দিয়ে কিচ্ছু হবে না । যদি মনে হয় কোর্টে যান । কোর্ট বিচার করবে । রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্যে মুখ্যমন্ত্রী ক্ষমা চাইতে 15 দিন নেন । আপনারা যেভাবে সাংবিধানিক পদের অবমাননা করেছেন, তার জন্য ক্ষমা কে চাইবে ? তিনি নিজে কোনওদিন ক্ষমা চেয়েছেন ? দ্রৌপদী কাণ্ডে গোটা বিশ্বের সমালোচনার মুখে পড়ে অবশেষে ক্ষমা চেয়েছেন ।"

আরও পড়ুন: 'অনুতাপ নেই অখিলের, বরখাস্ত হোক'; রাষ্ট্রপতি নিয়ে বিজেপির বিক্ষোভ এখনই থামছে না !

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রসন্ন রায়ের বাড়ি থেকে তাঁর দলিলের ফটোকপি উদ্ধার নিয়ে কটাক্ষ করেছে শাসক দল ৷ সে প্রসঙ্গে বিজেপি সাংসদ এ দিন বলেন, "কারা এ সব বলছে ? যারা পশ্চিমবাংলায় লুঠের রাজত্ব কায়েম করেছে ? কারা দাবি করছে ? যারা হরিশ মুখার্জি লেনকে হরিশ ব্যানার্জি লেন করে দিয়েছে । 36টা প্লট লুঠ হয়েছে ওখানে । এর চেয়ে হাস্যকর কী হতে পারে ? আমি বলছি, তোমাদের দম থাকলে গ্রেফতার করে নাও । সিবিআই ইডি এ সব নিয়ে মাথা ঘামায় না । অরিজিনাল দলিল ব্যাংকে আছে । প্রসন্ন ওই আবাসনের ইনচার্জ । আমি ওকে চিনতাম । আমার ইলেকট্রিক মিটারে নাম বদলের জন্য ওকে ফটোকপি দিয়েছিলাম । আমি লোন নিয়ে বাড়ি কিনেছি । তাতে ওদের খাওয়া ঘুম উড়ে গিয়েছে । আর নিজেরা লুঠ করে একাকার করে দিচ্ছে ।"

মোদির সঙ্গে বৈঠক নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের

আগামী 5 ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, "যিনি আগে নেমন্তন্ন করলেও দিল্লি যেতেন না, তিনি হঠাৎ আগ বাড়িয়ে দিল্লি যেতে চাইছেন কেন ? ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে ।"

Last Updated :Nov 21, 2022, 4:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.