ETV Bharat / state

Devi Shetty at BGBS 2022 : স্বাস্থ্যক্ষেত্রে প্রায় 5 হাজার কোটির বিনিয়োগ, রয়েছে দেবী শেঠির হাসপাতাল তৈরির প্রস্তাবও

author img

By

Published : Apr 21, 2022, 9:16 PM IST

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বৃহস্পতিবার হাজির ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী ৷ তিনি বাংলায় একটি হাসপাতাল তৈরির প্রস্তাব দেন (Devi Shetty on hospitals at BGBS 2022) ৷ এছাড়াও এই সম্মেলনে স্বাস্থ্যক্ষেত্রে প্রায় 5 হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে ৷

Devi Sethi gives proposal at BGBS 2022 to build a hospital in Bengal
Devi Shetty at BGBS 2022

কলকাতা, 21 এপ্রিল : রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল যতই উন্নত হোক না কেনও এখনও সুচিকিৎসার জন্য ভিন রাজ্যে ছোটেন এখানকার মানুষেরা । এমতাবস্থায় এই বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্য সরকারকে একটি সুন্দর প্রস্তাব দিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী (Devi Shetty on hospitals at BGBS 2022)।

তিনি রাজ্য সরকারের কাছে প্রস্তাব দেন, কলকাতায় 100 আসন বিশিষ্ট অঙ্গ এবং হৃদযন্ত্র প্রতিস্থাপনে উপযোগী একটি হাসপাতাল তৈরি করতে চান । শুধু প্রস্তাব দেওয়া নয়, তিনি বলেন, ‘‘কলকাতা থেকেই আমার উত্থান । এই রাজ্যের জন্যই এত নামযশ । আর তাই আমি চাই এই রাজ্যের জন্য কিছু করতে ।’’ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee) পরামর্শ দেন, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত ঘরের মেয়েদের নার্সিং এর ট্রেনিং দিতে ।

এদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তাঁর অতীত জীবনের স্মৃতি স্মরণ করেন এই বিশিষ্ট চিকিৎসক । তিনি বলেন, "ধনীর ঘরের ছেলে ছিলাম না, পরিশ্রম করে গরিব থেকে আজকের এই অবস্থায় পৌঁছেছি । রাজ্যের মানুষের কলকাতার মানুষের ভালোবাসা পেয়েছি । দেশের মানুষের ভালোবাসা পেয়েছি । তাঁদের আশীর্বাদেই আজ আমি এখানে । তাই এই রাজ্যের মানুষের ভালোবাসাকে আমি কোনোভাবেই ভুলতে পারব না । রাজ্যের জন্য কিছু করতে পারলে নিজে আত্মতৃপ্ত মনে হবে ।"

আরও পড়ুন : BGBS 2022 : অতীত রেকর্ড ছাপিয়ে বিনিয়োগ প্রস্তাব এল সবচেয়ে সফল শিল্প সম্মেলনে

চিকিৎসকের ঘাটতির কথা বলতে গিয়ে এদিন দেবী শেঠি বলেন, "আমার প্রস্তাব ছোট ছোট মেডিক্যাল কলেজ তৈরি করা হোক । আমার মনে হয় এর কারণটা খুঁজে দেখার সময় এসেছে । ছোট ছোট মেডিক্যাল কলেজ যেখানে 100-150 ছাত্র পড়াশোনা করতে পারবে ৷ টাকাও কম লাগবে, তাহলে প্রচুর সংখ্যায় চিকিৎসক তৈরি হবে দেশে । তিনি বলেন, বড় বড় চিকিৎসক এবং গবেষক নিম্নমধ্যবিত্ত ঘর থেকেই উঠে এসেছে । তাঁরা যদি চিকিৎসক হওয়ার সুযোগ পায়, তাহলে আগামিদিনে চিকিৎসকের ঘাটতিও অনেকটা কমে যাবে ।"

শুধু দেবী শেঠির নন, চিকিৎসা ক্ষেত্রে একাধিক বিনিয়োগের প্রস্তাব এসেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে । সব মিলিয়ে এই প্রস্তাবের পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা । এর মধ্যে অ্যাপেলো গ্রুপের তরফ থেকে রাজ্যে 1 হাজার কোটি টাকার লগ্নির আশ্বাস দেওয়া হয়েছে । পাশাপাশি রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতাল সংস্থা তাঁদের তরফে বিনিয়োগের আশ্বাস দিয়েছে রাজ্যকে । অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ বাটানগরে আরও একটি হাসপাতাল সহ মেডিক্যাল কলেজ করার কথা জানিয়েছে রাজ্যকে । এছাড়া হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল গ্রুপের তরফে 450 কোটি, চার্ণক হাসপাতালের তরফে 250 কোটি টাকা, মেডিকা হাসপাতালের তরফে 380 কোটি টাকা, জেআইএস গ্রুপের তরফে 1000 কোটি টাকা ও উডল্যান্ড হাসপাতালের তরফে 300 কোটি টাকা বিনিয়োগের কথা জানানো হয়েছে ।

দিনের শেষে এই শিল্প সম্মেলন স্বাস্থ্য দফতরের জন্য যেমন কিছুটা স্বস্তির খবর নিয়ে আসবে ঠিক তেমনই রাজ্য থেকে অন্য রাজ্যে চিকিৎসার জন্য যাওয়া মানুষদেরও মুখেও হাসি ফোটাবে (Heath investment at BGBS 2022)।

আরও পড়ুন : Mamata at BGBS 2022 : সুরক্ষিত বাংলায় নিশ্চিন্তে বিনিয়োগের জন্য শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.