ETV Bharat / state

Panchayat Election Results 2023: পুননির্বাচনে বেশি আসন জয় নিয়ে সিপিএমের দাবি খারিজ দেবাংশুর

author img

By

Published : Jul 17, 2023, 5:41 PM IST

Panchayat Election Results 2023
Panchayat Election Results 2023

পঞ্চায়েতের পুনর্নির্বাচনে সিপিএম বেশি আসন জিতেছে বলে দাবি করা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় ৷ সেই নিয়ে পালটা পরিসংখ্যান সোমবার তুলে ধরলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য ৷ তাঁর দাবি, পুনর্নির্বাচনেও বেশি আসনে তৃণমূল জিতেছে ৷

কলকাতা, 17 জুলাই: পঞ্চায়েতের পুনর্নির্বাচনে ব্যাপক সাফল্য এসেছে বলে সিপিএমের সোশ্যাল মিডিয়া সেল থেকে দাবি করা হচ্ছিল ৷ কিন্তু সিপিএমের সেই দাবি নস্যাৎ করে দিলেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য । উলটে সিপিএমকে তিনি প্যাথলজিক্যাল লায়ার বলেও কটাক্ষ করলেন ৷

তাঁর কথায়, ‘‘আসলে সিপিএম হল প্যাথলজিকাল লায়ার । তাদের প্রত্যেক টপ লিডারশিপ প্রচার করেছে সিপিএম নাকি 350 আসন পেয়েছে । মানুষের জবাব দেবে ।’’ সোমবার সিপিএম সোশ্যাল মিডিয়া সেলের প্রচার নিয়ে কড়া সমালোচনা করার পাশাপাশি দেবাংশুর দাবি, পঞ্চায়েতের পুনর্নির্বাচনেও বেশিরভাগ আসনে জিতেছে বাংলার শাসক দলই । এই নিয়ে বামেদের প্রচার সত্যি নয় ।

প্রসঙ্গত, এবার পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ও রক্তপাতের ঘটনা দেখা গিয়েছিল । এর কারণেই পরবর্তীতে রাজ্য নির্বাচন কমিশন 696টি আসনে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করেছিলেন । সেই নির্বাচনের ফল প্রকাশের পর বামেদের তরফ থেকে দাবি করা হয়েছিল, পুনর্নির্বাচনে বিরোধীদের ফল ভালো হয়েছে । যদিও এই ভালো ফলের কারণ হিসেবে বলা হয়েছিল ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয়নি ৷ তার বদলে পুনর্নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহারের ফলে মানুষ ভোট দিতে পেরেছেন ৷ সেই কারণেই তাদের ফল ভালো হয়েছে । এক্ষেত্রে বামেদের আরও দাবি ছিল, যদি নিরপেক্ষ ভোট হতো তাহলে পঞ্চায়েত নির্বাচনে তারাই জিততো ।

বাম সমর্থকদের এই দাবি এ দিন খারিজ করে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য । তিনি তথ্য পরিসংখ্যান তুলে ধরে দেখিয়েছেন যে 696টি বুথে (আসন সংখ্যা ছিল 762) রাজ্য নির্বাচন কমিশন পুর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল, সেখানেও বেশিরভাগ আসনে তৃণমূল কংগ্রেস জিতেছে । তাঁর দেওয়া পরিসংখ্যান অনুসারে, পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছে 470টি আসনে । বিজেপি জয়ী হয়েছে 103টি আসনে । কংগ্রেস 91, সিপিএম 62, নির্দল 26 ও অন্যান্যরা জিতেছে 10 আসনে । দেবাংশুর ভাষায় সামগ্রিকভাবে পর্যালোচনা করলে পুনর্নির্বাচনে সিপিএমের স্থান ছিল চার নম্বর ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোট মিটতেই পুর এলাকায় সংঘর্ষ, তৃণমূলের মহিলা কাউন্সিলরকে 'মার'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.