ETV Bharat / state

TMC Councillor Attacked : পঞ্চায়েত ভোট মিটতেই পুর এলাকায় সংঘর্ষ, তৃণমূলের মহিলা কাউন্সিলরকে 'মার'

author img

By

Published : Jul 14, 2023, 12:55 PM IST

Updated : Jul 14, 2023, 3:10 PM IST

21 জুলাইয়ের শহিদ দিবস উদযাপন ঘিরে চলছিল প্রস্তুতি বৈঠক । তখনই তৃণমূল কাউন্সিলরের উপর হামলার অভিযোগ । দক্ষিণ দমদম পৌরসভা এলাকার ঘটনা । তিন ও চার নম্বর ওয়ার্ডের মধ্যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের খবর । ঘটনায় আহত কাউন্সিলর গোপা পাণ্ডে ।

TMC Councillor Attacked
তৃণমূলের মহিলা কাউন্সিলরকে মার

কলকাতা, 14 জুলাই: পঞ্চায়েত ভোট পরবর্তী সংঘর্ষ এবার শহর কলকাতায় । দক্ষিণ দমদমে তৃণমূল মহিলা কাউন্সিলরকে মারধরের অভিযোগ । জানা গিয়েছে, দক্ষিণ দমদম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর গোপা পান্ডের উপর হামলা হয়েছে । 21 জুলাই উপলক্ষে একটি সভার আয়োজন করেন গোপা পাণ্ডে । অভিযোগ, ঠিক সেই সময়ে তাঁর উপর হামলা চালায় এলাকায় দুই দুষ্কৃতী কালী ও ভোম্বল । 2 জনই তৃণমূল সমর্থক বলে খবর ৷ হামলার জেরে বৃহস্পতিবার রাতে দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় অশান্ত হয় । আহত কাউন্সিলরকে ভর্তি করা হয় স্থানীয় পৌর হাসপাতালে ।

স্থানীয়দের একাংশের দাবি, 3 ও 4 নম্বর ওয়ার্ডের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলা চলেছে । চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘনিষ্ঠরাই গোপা পাণ্ডের উপর হামলা চালায়। হামলর কারণ এখনও স্পষ্ট না হলেও তিন নম্বর ওয়ার্ডে মহিলা প্রেসিডেন্ট রত্না দাস জানাচ্ছেন, 21 জুলাইয়ের প্রস্তুতি সভা বানচাল করতেই এই হামলা চলে ৷ এদিন 21 জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখছিলেন গোপা পাণ্ডে । তখনই তাঁর উপর হামলা চলে । মারধর করা হয় অন্য কর্মী-সমর্থকদের । আহত হয়েছেন খোদ রত্না দাসও ।

আরও পড়ুন: মুর্শিদাবাদে ভোটের হিংসার বলি আরও এক, এনআরএসে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

গোটা বিষয়টি দমদম থানাকে জানানো সত্ত্বেও পুলিশ ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ । কাউন্সিলর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও পুলিশের দেখা মেলেনি । গোটা বিষয়টি এলাকার বিধায়ক ও মন্ত্রী ব্রাত্য বসুকে জানানো হয়েছে বলে খবর । পঞ্চায়েত নির্বাচন ঘিরে হামলার একের পর এক গ্রামে সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল । ভোট পরবর্তী হিংসাতেও আক্রান্ত হয়েছে বাংলার বিভিন্ন গ্রাম । এবার সেই হিংসার আঁচ শহরেও ।

Last Updated :Jul 14, 2023, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.