Debasish Kumar: গাড়ি পার্কিং নিয়ে কাউন্সিলরদের প্রচারের নির্দেশ দেবাশিস কুমারের

author img

By

Published : Aug 30, 2022, 11:03 PM IST

Debasish Kumar

বেআইনি পার্কিং-এ পুলিশ ধরলে গাড়ি ছাড়ানোর জন্য প্রায়ই ফোন করেন কাউন্সিলররা। সেই ফোন না করে এবার আইনতভাবে গাড়ি রাখার ও (Car Parking) পৌর নিয়ম প্রচার করার পক্ষে সওয়াল করলেন দেবাশিস কুমার (Debasish Kumar)।

কলকাতা, 30 অগস্ট: রাতের রাস্তায় গাড়ি পার্কিং'য়ের নিয়ম নিয়ে কাউন্সিলরদের প্রচারের নির্দেশ দেবাশিস কুমারের (Debasish Kumar) ৷ বাতলে দিলেন প্রচারের সহজ কৌশলও। মঙ্গলবার কলকাতা পৌরনিগমে (Kolkata Municipal Corporation) মাসিক অধিবেশন চলাকালীন শহরে বে-আইনি পার্কিং নিয়ে প্রশ্ন করেন 121 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (Councilor of Ward No-121) রূপক গঙ্গোপাধ্যায়। গ্যারাজহীন বাড়ি কিংবা আবাসনের গাড়ির মালিকরা পাড়ার রাস্তায় গাড়ি পার্ক করে রাখেন। রূপকবাবুর প্রশ্ন ছিল এ বিষয়েই ৷

রাস্তার উপর গাড়ি পার্কিং'য়ের অনুমতি কি পৌরনিগমকে দেওয়া হয়? উত্তরে মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, "রাস্তা চওড়া থাকলে মাসিক মাত্র 500 টাকার বিনিময়ে বাড়ির সামনে গাড়ি রাখার অনুমোদন দেয় কর্পোরেশন। কাউন্সিলররা এই প্রচার করলে ভালো হয়। পৌরনিগম মাসে স্বল্প অর্থের বিনিময়ে পার্কিংয়ের স্টিকার দেয়। যা লাগানো থাকলে যে কেউ নিজের গাড়ি বাড়ির সামনে অথবা রাস্তায় পার্ক করতে পারেন। সেটা বৈধ হিসেবে গণ্য হয়।"

আরও পড়ুন: বিদ্যুৎ চুরি করতে গিয়েই ঘটছে দুর্ঘটনা, সিইএসসিকে কাঠগড়ায় তুললেন দেবাশিস কুমার

তিনি আরও বলেন, "কিন্তু রাতের বেলা অভিযান চালাতে গিয়ে দেখা যায়, এমন বহু গাড়ি অনুমোদন ছাড়া অবৈধভাবে রাস্তায় পার্ক করা রয়েছে। সেগুলি আমরা কাটা লাগিয়ে দিই। অনেক সময় তুলে নিয়ে আসা হয়। কিন্তু তারপরেই স্থানীয় কাউন্সিলররা গাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে ফোন করেন। সেটা না করে বরং ডেঙ্গুর প্রচারের মাইকে পার্কিং নিয়েও মানুষের মধ্যে সচেতনতা প্রচার করুন।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.