ETV Bharat / state

Corona Update West Bengal : ফের সংক্রমণ ছশো'র গণ্ডি টপকাল, কমেছে মৃত্যু

author img

By

Published : Sep 7, 2021, 9:06 PM IST

গতকাল দৈনিক সংক্রমণ কমে পাঁচশোর ঘরে নেমে গিয়েছিল ৷ কিন্তু টেস্ট বাড়তেই ফের করোনা সংক্রমণ বাড়ল ৷ তবে গতকালের চেয়ে কমেছে মৃতের সংখ্যা ৷

Corona Update West Bengal
Corona Update West Bengal

কলকাতা, 7 সেপ্টেম্বর : কোভিড টেস্টের সংখ্যা বাড়তেই রাজ্যে বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা পাঁচশোর ঘরে নেমে গিয়েছিল ৷ আজ ফের তা বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে 601 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 505 ৷ তবে কমেছে মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 7 জনের ৷ গতকালের সংখ্যাটা ছিল 13 ৷

সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 15 লাখ 53 হাজার 177 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 687 জন ৷ বর্তমানের সুস্থতার হার 98.27 শতাংশ ৷ সবমিলিয়ে করোনামুক্ত হয়েছেন 15 লাখ 26 হাজার 268 জন ৷ রাজ্যে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা 8 হাজার 387 ৷

আজ মোট 35 হাজার 882 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ সবমিলিয়ে রাজ্যে 1 কোটি 72 লাখ 72 হাজার 409টি নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 4 লাখ 89 হাজার 969 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 2 লাখ 14 হাজার 905 জন ৷ সবমিলিয়ে ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন 3 কোটি 15 লাখ 40 হাজার 862 জন ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 1 কোটি 24 লাখ 60 হাজার 859 জন ৷

আরও পড়ুন : Corona in India : দেশে কমল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু

রাজ্যের মধ্যে দৈনিক আক্রান্তের নিরিখে গতকালের মতো আজও শীর্ষে কলকাতা ৷ এখানে 105 জন আক্রান্ত হয়েছেন ৷ তবে গত 24 ঘণ্টায় কলকাতায় কোনও মৃত্যু হয়নি ৷ এরপরই রয়েছে উত্তর 24 পরগনা ৷ এই জেলায় নতুন আক্রান্তের সংখ্যা 97 ৷ নদিয়া, উত্তর 24 পরগনা ও হুগলিতে 2 জন করে মৃত্যু হয়েছে ৷ সবচেয়ে কম আক্রান্তের সংখ্যা মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় ৷ জেলা দু‘টিতে 1 জন করে আক্রান্ত হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.