ETV Bharat / state

Mamata Banerjee : মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, অভিযুক্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

author img

By

Published : Aug 27, 2021, 7:53 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) খুনের হুমকি (Life Threat) দিয়ে ফেসবুকে পোস্ট করা হল ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে লালবাজারে ৷

cm mamata banerjee gets life threat, allegation against calcutta university professor
মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, অভিযুক্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

কলকাতা, 27 অগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) খুনের হুমকি (Life Threat) ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) পিএইচডি রিসার্চ স্কলার শহরেরই বাসিন্দা তমাল দত্ত এবিষয়ে শুক্রবার লালবাজারের সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ পাওয়ার পর তদন্তে নামেন লালবাজারের গোয়েন্দারা ।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত 26 অগস্ট ফেসবুকে (Facebook) দুপুর দু‘টোর সময় কয়েকটি পোস্ট দেখতে পান তমাল ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুওলজি বিভাগের অধ্যাপক ড. অরিন্দম ভট্টাচার্যের ফেসবুক অ্যাকাউন্টে গত 25 অগস্ট মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করা হয়েছে বলে দেখেন তিনি । অভিযোগ, তার মধ্যে একটি পোস্টে উল্লেখ করা হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুওলজি বিভাগের অধ্যাপক ড. অরিন্দম ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে খুন করতে চান ।

আরও পড়ুন: TMC Tripura : ত্রিপুরায় নজর কাড়ছে তৃণমূল, ঘাসফুল নিয়ে আগ্রহী বিজেপি নেতারাও !

ফেসবুকে এই পোস্টটি দেখার পরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি রিসার্চ স্কলার তমাল দত্ত কলকাতা পুলিশের সাইবার সেলে লিখিত অভিযোগ জানান । অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, এই বিষয়ে তিনি ফেসবুকে মুখ্যমন্ত্রীকে খুন করা সংক্রান্ত সব মন্তব্যগুলির স্ক্রিনশট নিয়ে রেখেছেন । তা তিনি পুলিশকে দিয়েছেন । এই গুরুতর অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ঘটনার পিছনে বিচ্ছিন্নতাবাদী শক্তির হাত থাকতে পারে ।

আরও পড়ুন: Dilip Ghosh : ফের গরুর দুধে সোনা তত্ত্বের পক্ষে সওয়াল করে বিতর্কে দিলীপ

লালবাজার সূত্রে খবর, সম্প্রতি মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়েছে উত্তরবঙ্গের বিচ্ছিন্নতাবাদী নেতারা । ফেসবুকের এই পোস্টের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী শক্তির কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ । এই আবহে উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর । এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা বলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে । আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে ।’’

আরও পড়ুন : Tripura : টিএমসিপির সভানেত্রী আক্রান্ত ত্রিপুরায়, তড়িঘড়ি আগরতলা গেলেন কুণাল-শান্তনু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.