ETV Bharat / state

'মমতা চোর' বলায় শুভেন্দু-সহ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের চন্দ্রিমার

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 9:54 PM IST

Etv Bharat
Etv Bharat

Chandrimar files police complaint against BJP MLA: মমতাকে চোর বলার জেরে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়কদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন চন্দ্রিমা ভট্টাচার্য । রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হেয়ার স্টিট এবং ময়দান থানায় এই বিষয় নিয়ে অভিযোগ দায়ের করেছেন। এদিন এই অভিযোগ দায়েরের পর চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর লিখে আদতে বাংলার মানুষকে অপমান করা হয়েছে।

কলকাতা, 4 ডিসেম্বর: দিনভর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'চোর' আখ্যা দিয়ে সরব হতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়কদের। বিধানসভার গেটের বাইরে প্রথমে লাড্ডু বিলির সময় এবং পরে রেড রোডে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়কদের মুখে বারবারই উঠে এসেছে 'মমতা চোর' স্লোগান। শুধু তাই নয়, 'মমতা চোর' লেখা টি-শার্ট পড়েও বিক্ষোভে অংশ নিতে দেখা যায় বিজেপি বিধায়কদের । এবার তাই নিয়েই রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়কদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

সোমবার রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হেয়ার স্টিট এবং ময়দান থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেছেন। এদিন এই অভিযোগ দায়েরের পর চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর লিখে আদতে বাংলার মানুষকে অপমান করা হয়েছে। অশালীন এবং কুরুচিকর মন্তব্যে অপমান করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তথা একজন মহিলাকেও।

এদিন মন্ত্রী আরও বলেন, "বিজেপি যেটাকে রাজনীতি বলছে তা আদতে কোনও রাজনীতিই নয়। এটা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি চরম অসৌজন্য এবং কুরুচিকর মনোভাবের প্রকাশ।" এদিকে তৃণমূলের এই অভিযোগকে কেন্দ্র করে বিজেপিও পালটা কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি নেতা তথা বিধায়ক মিহির গোস্বামী বলেন, "আসলে যত সময় যাচ্ছে বিজেপি ভয়ে ভীত তৃণমূল। তাই রাজনৈতিক লড়াইয়ের বদলে পুলিশের উপর বেশি ভরসা মমতার।"

পাঁচ বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেল তিন রাজ্যেই বিজেপির জয়জয়কার । তারপরেই এদিন রাজ্য বিধানসভায় উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল বিজেপি শিবিরে। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা রীতিমতো আনন্দ করতে করতে প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদির ছবি নিয়ে স্লোগান দিতে দিতে বিধানসভার বাইরে আসেন। তারপর আবার 'মমতা চোর' স্লোগানও তোলেন বিজেপি বিধায়করা।

আরও পড়ুন

  1. তিন রাজ্যে বিজেপির জয়ের উদযাপন, রাজ্য বিধানসভায় গেরুয়া শিবিরের বিজয়োল্লাস
  2. 'কেউ কিছু জানায়নি', বুধে 'ইন্ডিয়া' জোটের বৈঠকে নেই তৃণমূল; জানালেন মমতা
  3. ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানের নেপথ্যে বিজেপিই, মনে করছেন মুখ্যমন্ত্রী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.