ETV Bharat / state

Centre and State Meeting in Nabanna : মাওবাদী ও সীমান্ত সমস্যা নিয়ে নবান্নে চার রাজ্যের সঙ্গে কেন্দ্রের বৈঠক

author img

By

Published : Apr 26, 2022, 9:25 PM IST

Centre and state Govt meeting held in Nabanna on Maoists and border issues
মাওবাদী ও সীমান্ত সমস্যা নিয়ে নবান্নে রাজ্যের সঙ্গে কেন্দ্রের বৈঠক

সম্প্রতি কোনও বড় ঘটনা না ঘটলেও মাওবাদীদের কার্যকলাপকে হালকা ভাবে নিতে চাইছে না নবান্ন (Centre and State Meeting in Nabanna) ৷ মঙ্গলবার সকাল 11 টায় নবান্নের সভাঘরে একটি বৈঠক হয় ৷ রাজ্যের আভ্যন্তরীণ ও সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে ৷

কলকাতা, 26 এপ্রিল : পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলির জন্য মাওবাদী সমস্যা একটা বড় মাথাব্যথার কারণ । এছাড়া সীমান্ত সমস্যা তো রয়েছেই । মোটের উপর পূর্ব ভারতীয় রাজ্যগুলির নিরাপত্তা, মাওবাদী সমস্যা এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে জনসংযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয় মঙ্গলবার নবান্ন সভাঘরের আলোচনায় গুরুত্ব পেল (Centre and four state Govt meeting held in Nabanna on Maoists and border issues) ।

এদিন এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি ছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্যের মুখ্যসচিব । সেখানে রাজ্যের আভ্যন্তরীণ ও সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর । পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার সকাল 11 টায় নবান্ন সভাঘরে এই বৈঠক শুরু হয় ৷ জানা গিয়েছে, এই বৈঠকে রাজ্যের তরফ থেকে ক্রমবর্ধমান মাওবাদী সমস্যা কেন্দ্রের নজরে আনা হয়েছে ।

নবান্ন সূত্রে খবর, বিগত সময় যেভাবে রাজ্যের সঙ্গে আলোচনা না করে দিনের পর দিন কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়া হয়েছে, তার ফল যে আগামী দিনে রাজ্যকে ভুগতে হতে পারে, এবিষয় নিয়েও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বৈঠকে । যদিও এই মুহূর্তে কোনও মাওবাদী নাশকতার ঘটনা ঘটেনি এ রাজ্যে । তবে কেন্দ্রের তরফ থেকে পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের শক্তি বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারকে সতর্ক করার পর বিষয়টি কোনওভাবেই হালকাভাবে নিতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর সেই কারণেই তাঁর নির্দেশে সম্প্রতি রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জঙ্গলমহলের বিভিন্ন জেলা পরিদর্শন করেন । সেক্ষেত্রে বিভিন্ন জেলা পরিদর্শন করে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে, সে সম্পর্কে একটি রিপোর্ট এই সভায় প্রকাশ করা হয়েছে বলে খবর ।

রাজ্যের তরফ থেকে বলা হয়েছে নিরবিচ্ছিন্ন উন্নয়নের পাশাপাশি এই মুহূর্তে মাওবাদী সমস্যা মোকাবিলায় প্রয়োজন ওই অঞ্চলের নিরাপত্তা আরও বাড়ানো ৷ কিন্তু কেন্দ্রীয় সরকার বিগত দিনে জঙ্গলমহলে থাকা কেন্দ্রীয় বাহিনী যেভাবে প্রত্যাহার করেছে, তাতে বর্তমানে এই সমস্যার সূত্রপাত হয়েছে । এই অবস্থায় জঙ্গলমহলের মানুষের ভরসা নিয়ে এগোতে চায় রাজ্য । কারণ, জঙ্গলমহলে আবার অতীতের আতঙ্কের দিন ফেরত আসুক চায় না রাজ্য সরকার । আর সে কারণেই মাও নাশকতা রুখতে আগেভাগেই সতর্কতা হচ্ছে রাজ্য প্রশাসন ।

একইভাবে এই দিনের বৈঠকে সীমান্ত এলাকায় বিএসএফের সঙ্গে সাধারণ মানুষের আরও জনসংযোগ বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে । শেষ বৈঠকে যেভাবে সীমান্তের পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল সেই কাজ কতদূর এগোল সে বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Meeting on Heat Wave at Nabanna : একাধিক জেলায় টানা তাপপ্রবাহে চিন্তিত নবান্ন, কাল সচিবপর্যায়ের বৈঠক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.