ETV Bharat / state

Cattle Smuggling Case: গরুপাচার মামলায় মলয় পিঠকে নিজাম প্যালেসে তলব সিবিআইয়ের

author img

By

Published : Nov 2, 2022, 10:25 AM IST

Updated : Nov 2, 2022, 10:59 AM IST

গরুপাচার কাণ্ডে বীরভূমের ব্যবসায়ী মলয় পিঠকে আবার জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই ৷ সেই মতো এ দিন তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI Summons Business Man Malay Pith at Nizam Palace) ৷

cbi-summons-business-man-malay-pith-at-nizam-palace-in-cattle-smuggling-case
cbi-summons-business-man-malay-pith-at-nizam-palace-in-cattle-smuggling-case

কলকাতা, 2 নভেম্বর: গরুপাচার কাণ্ডে ব্যবসায়ী মলয় পিঠকে সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসে তলব করল সিবিআই (CBI Summons Business Man Malay Pith at Nizam Palace) ৷ এর আগেও সিবিআই মলয় পিঠকে জিজ্ঞাসাবাদ করেছিল ৷ তবে, সেবার তাঁকে বোলপুরের অস্থায়ী সিবিআই ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ৷ সিবিআই এর আধিকারিকরা সেই সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট হননি বলে জানা গিয়েছে ৷ ফলে গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) এবার তাঁকে কলকাতার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ৷

সিবিআই সূত্রে খবর, বোলপুরে একাধিক পলিটেকনিক কলেজে তল্লাশি চালানোর সময় গোয়েন্দারা বহু কাগজপত্র উদ্ধার করেন ৷ উদ্ধার হওয়া সেই সব কাগজপত্র ভালোভাবে খতিয়ে দেখে তদন্তকারী আধিকারিকরা অনুমান করছেন, অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এবং তাঁর ঘনিষ্ঠদের থেকে কোটি কোটি টাকা নিয়ে এই মলয় পিঠ নিজের সংস্থায় কাজে লাগিয়েছিলেন ৷ গোয়েন্দাদের অনুমান, যে সংস্থাগুলি মাধ্যমে গরুপাচারের কালো টাকা সাদা করা হতো, সেখানে মলয় পিঠের একাধিক পলিটেকনিক কলেজ ও ট্রাস্ট রয়েছে ৷

আর সেই নিয়ে মলয় পিঠকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই ৷ তিনি গরু পাচারকারীদের থেকে টাকা নিতেন কি না বা সেই টাকা নিজের পলিটেকনিক কলেজ ও ট্রাস্টের কাজে লাগাতেন কি না সেটাই জানতে চায় সিবিআই ।

আরও পড়ুন: রাজনৈতিক সন্ন্যাস নিলে তবেই কি জামিন, আদালতে সওয়াল অনুব্রতর আইনজীবীর

মলয় পিঠকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে গরুপাচার কাণ্ডে কোটি কোটি টাকার সেই সব লেনদেন সম্পর্কে একাধিক অজানা তথ্য বেরিয়ে আসতে পারে বলে সিবিআই এর অনুমান ৷ আর সেই কারণেই মলয় পিঠকে আজ সকাল 11টার সময় নিজাম প্যালেসে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছে ৷

Last Updated : Nov 2, 2022, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.