ETV Bharat / state

SSC scam cbi charge sheet: স্ত্রী'য়ের বান্ধবীর জন্য কেনা ফ্ল্যাটেই লুকনো শান্তি প্রসাদের গুপ্তধন, চার্জশিটে জানাল সিবিআই

author img

By

Published : May 17, 2023, 8:37 PM IST

স্ত্রীয়ের বান্ধবীর জন্য ফ্ল্যাট কিনেছিলেন শান্তি প্রসাদ ৷ আর সেখানেই মজুত ছিল সোনা এবং নগদ টাকা ৷ চার্জশিটে জানাল সিবিআই ৷

Etv Bharat
চার্জশিট সিবিআইয়ের

কলকাতা, 17 মে: এসএসসি দুর্নীতি কাণ্ডে শান্তি প্রসাদ সিনহার বিরুদ্ধে সাপলিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই ৷ সেই সঙ্গে, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদের স্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলেও চার্জশিটে উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ একইসঙ্গে, তাঁর বিরুদ্ধে চার্জশিটে অপরাধ মূলক ষড়যন্ত্র এবং প্রতারণার মতো গুরুতর ধারাও দিয়েছে সিবিআই ৷

এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য এসেছে তাদের হাতে, এমনই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গোয়েন্দাদের দাবি, শান্তি প্রসাদ সিনহা তাঁর স্ত্রী'য়ের বান্ধবীর নামে একটি ফ্ল্যাট কিনেছিলেন ৷ যার বাজার মূল্য 50 লক্ষ টাকা। দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক থানা এলাকার ওই ফ্ল্যাটে গত মার্চ মাসে হানা দেয় সিবিআইয়ের আধিকারিকরা ৷ সিবিআইয়ের দাবি, তদন্তকারী আধিকারিকরা সেই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে লক্ষ লক্ষ নগদ টাকা-সহ প্রায় দেড় কেজি সোনা উদ্ধার করেন। বুধবার দু'টি মামলায় এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা-সহ ছয়জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় সিবিআই।

নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সিবিআইয়ের গোয়েন্দারা এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা-সহ এসএসসির একাধিক আধিকারিকদের গ্রেফতার করে। সিবিআইয়ের দাবি, শান্তি প্রসাদ সিনহা এসএসসির নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তিনি একাধিক প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ করে চাকরি বিক্রি করেছিলেন। সেইসঙ্গে, সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে, বহুদিন থেকে এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার ফলে শান্তি প্রসাদ বিপুল সম্পত্তির মালিক হয়েছিলেন। এছাড়াও রাজ্যের একাধিক প্রভাবশালীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার পর তিনি নিজের এক্তিয়ার খাটিয়ে বেআইনিভাবে নিজের এক্সটেনশন বা মেয়াদও বাড়িয়েছিলেন।

এদিন মূলত এসএসসির দ্বাদশ এবং একাদশ শ্রেণীর শিক্ষক ছাড়াও গ্রুপ-ডি কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় চার্জশিট পেশ করে সিবিআই। শান্তি প্রসাদ সিনহা-সহ মোট ছ'জনের বিরুদ্ধে এদিন চার্জশিট জমা দেয় সিবিআই। সিবিআই সূত্রে খবর, সংশ্লিষ্ট চার্জশিটে প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সাত নম্বর ধারা ছাড়াও 420 (প্রতারণা), 120বি (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং 409 ধারা প্রয়োগ করা হয়েছে। সূত্রের খবর, শান্তি প্রসাদ সিনহাকে জেরা করে যে সব নতুন তথ্য গোয়েন্দারা পেয়েছেন সেই তথ্য যাচাই করার জন্য তাঁর ঘনিষ্ঠদেরও জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন বলেও মনে করছে সিবিআই।

আরও পড়ুন: শরাফ হাউসে আগুন, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে হাইকোর্টে মামলা আইনজীবীদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.