Coal Smuggling Case: কয়লাপাচার কাণ্ডে আপাতত স্বস্তি সিবিআই আধিকারিক উমেশ কুমারের

author img

By

Published : Sep 20, 2022, 1:08 PM IST

Updated : Sep 20, 2022, 1:27 PM IST

CBI officer Umesh Kumar gets relief in HC in coal smuggling case

কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক (CBI Officer Umesh Kumar) উমেশ কুমার তদন্ত করতে পারবেন । তাতে বাধা নেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট ।

কলকাতা, 20 সেপ্টেম্বর: আপাতত স্বস্তি সিবিআই আধিকারিক উমেশ কুমারের (CBI Officer Umesh Kumar) । কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক উমেশ কুমার তদন্ত করতে পারে, তাতে বাধা নেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । আপাতত তাঁর বিরুদ্ধে অভিযোগের উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ালেন বিচারপতি বিবেক চৌধুরী ।

ডায়মন্ডহারবারের বিষ্ণুপুর থানায় সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক উমেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করেন জনৈক হাইবার আখান নামে এক ব্যক্তি । তাঁর অভিযোগ, সাক্ষী হিসেবে নোটিশ দিয়ে তাঁকে ডেকে পাঠানো হয় নিজাম প্যালেসে । সেখানে জিজ্ঞাসাবাদের নামে তাঁকে হুমকি দেন উমেশ-সহ অন্যান্য সিবিআই আধিকারিক ।

আরও পড়ুন: এনামুলের 3 ভাগ্নের সম্পত্তি পরিমাণ কত ? জানতে ফরেন্সিক অডিটের সাহায্য নেবে সিআইডি

তাঁর আরও অভিযোগ, সিবিআই আধিকারিকদের দাবি মতো বয়ান রেকর্ড করানোর জন্যও চাপ দেওয়া হয় তাঁকে । ওই ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষ্ণুপুর থানার পুলিশ একাধিক ধারায় উমেশ-সহ সিবিআই তদন্তকারীদের বিরুদ্ধে এফআইআর করেন । হাইকোর্টে আসে সিবিআই । আপাতত উমেশ কুমারের বিরুদ্ধে অভিযোগের উপর স্থগিতাদেশ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী (CBI officer Umesh Kumar gets relief in HC) ।

Last Updated :Sep 20, 2022, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.