ETV Bharat / state

Kuntal Letter Investigation: কুন্তলের চিঠি ! প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকে জেরা সিবিআইয়ের

author img

By

Published : Jun 9, 2023, 1:28 PM IST

Updated : Jun 9, 2023, 2:01 PM IST

ETV Bharat
কুন্তল ঘোষ

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ ইডির হাতে গ্রেফতার হন ৷ এরপর তাঁর ঠিকানা হয় প্রেসিডেন্সি সংশোধনাগার ৷ সেখান থেকেই তিনি ইডির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি লেখেন ৷ আজ সংশোধনাগারের সুপারকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই ৷

কলকাতা, 9 জুন: আদালত ও হেস্টিংস থানায় চিঠে লিখে ইডির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষ ৷ প্রেসিডেন্সি সংশোধনাগারে বসে এই চিঠি লিখেছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত ৷ এপ্রিল মাসের প্রথম দিকে লেখা সেই চিঠি নিয়ে এবার প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তীকে তলব করল সিবিআই ৷ শুক্রবার নির্ধারিত সময়ে তিনি নিজাম প্যালেসে পৌঁছে যান ৷ সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

সংশোধনাগার থেকে লেখা ওই চিঠিতে কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন, ইডি তাঁকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য চাপ দিচ্ছে ৷ পরে 26 মে সিবিআই জেরায় কুন্তল দাবি করেন, নিজের ইচ্ছাতেই তিনি ওই চিঠি লিখেছেন ৷

সূত্রে পাওয়া খবর, সিবিআই আধিকারিকরা সুপার দেবাশিস চক্রবর্তীর কাছ থেকে জানতে চান, তিনি এই ব্যাপারে কী জানেন ? এছাড়া আদালতের নির্দেশে কুন্তল ঘোষ প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন ৷ এই অবস্থায় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা একাধিকবার তাঁকে জেরা করেছেন ৷ সেই জেরায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কুন্তল ঘোষকে একজন শীর্ষ স্থানীয় তৃণমূলর নেতার নাম বলানোর জন্য চাপ দিলেন কী করে ? আর সেই কথা প্রেসিডেন্সির সুপার দেবাশিস চক্রবর্তী জানতে পারলেন না কেন ?

আরও পড়ুন: 'আমি তো কুন্তলের নাম নিইনি...', সিবিআই জিজ্ঞাসাবাদ শেষে চিঠি মামলায় সাফাই অভিষেকের

ইতিমধ্যে কুন্তল ঘোষ সিবিআইয়ের জেরায় জানিয়েছেন, তিনি নিজের ইচ্ছায় চিঠি লিখেছেন ৷ কোনও এজেন্সি বা কোন ব্যক্তি তাঁকে এই চিঠি লেখার জন্য চাপ দেয়নি ৷ এমনকী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য কোনও কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক তাঁকে চাপ দেননি ৷ এই স্বীকারোক্তি সত্ত্বেও তদন্তকারী আধিকারিকদের অভিযোগ, কেন এই রকম বিতর্কিত চিঠি লিখলেন কুন্তল ঘোষ ?

এই চিঠি সংক্রান্ত মামলায় 20 মে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই ৷ কারণ তিনি তৃণমূলের একটি জনসভায় দাবি করেছিলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃতদের তাঁর নাম নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে ৷ এই নিয়োগ দুর্নীতিতে তৃণমূল নেতার নাম জড়ানোর চেষ্টা করছে ইডি-সিবিআই ৷ এদিকে এই কথাই চিঠিতে লিখেছিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ ৷ ওই দিন নিজাম প্যালেসে তাঁকে সাড়ে ন'ঘণ্টা জেরা করে সিবিআই আধিকারকিরা ৷ জনসংযোগ কর্মসূচি ফেলে এদিন সিবিআই হাজিরা দেন অভিষেক ৷ তিনি জানান, 29 মার্চ শহিদ মিনারে বক্তৃতায় তিনি কুন্তল ঘোষের নাম নেননি ৷

আরও পড়ুন: প্রভাবশালীদের নাম নিতে চাপ দিচ্ছে ইডি, বিচারককে চিঠি পাঠালেন কুন্তল

Last Updated :Jun 9, 2023, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.