Tapan Dutta Murder Case : তপন দত্ত খুনের মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত

author img

By

Published : May 20, 2022, 10:50 PM IST

Tapan Dutta Murder Case

তপন দত্ত খুনের মামলার শুনানি শেষ হল শুক্রবার ৷ রায়দান স্থগিত রাখল বিচারপতি রাজা শেখর মান্থার সিঙ্গল বেঞ্চ (TMC Leader Tapan Dutta Murder Case)। 2011 সালের 6 মে গুলি করে খুন করা হয় হাওড়ার জলাভূমি বাঁচাও কমিটির নেতা তপন দত্তকে ।

কলকাতা 20 মে : হাওড়ার জলাভূমি বাঁচাও কমিটির নেতা তপন দত্ত খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে পরিবার যে মামলা দায়ের করেছিলেন, তার শুনানি শেষ হল শুক্রবার (TMC Leader Tapan Dutta Murder Case) ৷ রায়দান স্থগিত রেখেছে বিচারপতি রাজা শেখর মান্থার সিঙ্গল বেঞ্চ ।

2011 সালের 6 মে গুলি করে খুন করা হয় হাওড়ার জলাভূমি বাঁচাও কমিটির নেতা তপন দত্তকে । ঘটনায় একাধিক তৃণমূল নেতা- কর্মীর নাম জড়ায় । তপনবাবু নিজেও ছিলেন তৃণমূলের একজন সক্রিয় কর্মী । কিন্তু এই ঘটনায় দোষীরা এখনও পর্যন্ত শাস্তি পায়নি । ঘটনার 10 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে ৷ সিআইডি প্রথমে তদন্তভার গ্রহণ করে । সিআইডি তদন্তের পর জানায় জলা জমি ভরাট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলেই তিনি খুন হন।

আরও পড়ুন : Malda Murder Case : মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক বিবাদের জেরে বাবাকে পিটিয়ে খুন

2011 সালের 30 অগস্ট সিআইডি মামলার চার্জশিট পেশ করে । চার্জশিটে একাধিক তৃণমূল নেতার নাম ছিল । 2011 সালের 26 সেপ্টেম্বর ফের একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিআইডি । সেখানে কোনও কারণ না দেখিয়ে অরূপ রায়-সহ 9 জন তৃণমূল নেতার নাম বাদ দেওয়া হয় চার্জশিট থেকে ।

নিম্ন আদালত পাঁচ অভিযুক্তকে খালাস করার নির্দেশ দিলেও 2017 সালে কলকাতা হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিল । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিযুক্তরা । সুপ্রিমকোর্ট হাইকোর্টের নির্দেশ বহাল রাখে এবং দ্রুত মামলাটি নিস্পত্তির নির্দেশ দেয় । এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চকে এক মাসের মধ্যে এই মামলার শুনানি করে নিস্পত্তির নির্দেশ দিয়েছিল । সেই শুনানি প্রক্রিয়া শেষ হল এদিন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.