Calcutta HC: একাদশ-দ্বাদশ শ্রেণির এক প্রার্থীকে পুজোর আগে চাকরি দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

author img

By

Published : Sep 23, 2022, 1:51 PM IST

Updated : Sep 23, 2022, 3:09 PM IST

Calcutta High Court has Ordered SSC to Gives Job A Candidate Before Puja

একাদশ-দ্বাদশ শ্রেণির এক চাকরি প্রার্থীকে পুজোর আগে চাকরি দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ (New Directions of Calcutta High court) ৷ আদালতের নির্দেশে আজ বিকাল 5টার সময় কমিশনের (SSC Recruitment) অফিসে চাকরিপ্রার্থী এবং তাঁর আইনজীবীর সঙ্গে আধিকারিকদের বৈঠক রয়েছে ৷

কলকাতা 23 সেপ্টেম্বর: প্রিয়াঙ্কা সাউ নামে একাদশ-দ্বাদশ শ্রেণির এক চাকরি প্রার্থীকে পুজোর আগে চাকরি দিতে স্কুল সার্ভিস কমিশনকে (Calcutta HC to SSC) নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (New Directions of Calcutta High court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ৷ অভিযোগ ওই প্রার্থী মেধাতালিকায় বেশি নম্বর পেয়েও চাকরি পাননি ৷ মামলার পরবর্তী শুনানি 29 সেপ্টেম্বর অর্থাৎ, আগামী বৃহস্পতিবার ৷

তবে, এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের (SSC Recruitment) তরফে আদালতে জানানো হয়েছে, 2017 সালের মেধাতালিকা অনুযায়ী মূলত মহিলা ক্যাটাগরিতে ইন্টারভিউ নেওয়া হয়েছিল ৷ কিন্তু, প্রিয়াঙ্কা সাউয়ের নম্বরের থেকে মহিলা ক্যাটাগরিতে অন্যদের নম্বর বেশি ছিল ৷ তাই তাঁকে চাকরি দেওয়া সম্ভব হয়নি ৷ ফলে তিনি ওয়েটিং লিস্টে ছিলেন ৷ তবে, কমিশনের সেই যুক্তি মানতে চাননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর মন্তব্য, ‘‘আদালত মনে করছে প্রিয়াঙ্কা সাউয়ের নিয়োগের যৌক্তিকতা রয়েছে ৷

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ‘‘আজই আবেদনকারী এবং তাঁর আইনজীবীকে নিয়ে বৈঠক করে, আদালতকে আগামী সপ্তাহে রিপোর্ট দিতে হবে ৷’’ তবে, বিচারপতির প্রস্তাবে কমিশন সময় চায় ৷ তবে, পাল্টা বিচারপতি জানান, পুজোর আগে চাকরি দিতে হবে ৷ কারণ, চাকরিপ্রার্থী অনেকদিন ধরে অপেক্ষা করছেন ৷ আর আদালত এ সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখেছে ৷ ফলে, স্কুল সার্ভিস কমিশন যাই রিপোর্ট দিক না কেন, মনে করা হচ্ছে, পরবর্তী শুনানির দিন প্রিয়াঙ্কা সাউয়ের চাকরি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল ৷

আরও পড়ুন: কারা 2016তে নবম-দশমে বেআইনি ভাবে নিযুক্ত ? এসএসসি-সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

আদালতের নির্দেশে আজ বিকাল 5টার সময় কমিশনের অফিসে প্রিয়াঙ্কা সাউ এবং তাঁর আইনজীবী বৈঠক করবে ৷ বুধবারের মধ্যে কমিশন আবেদনকারীকে বৈঠকের সিদ্ধান্ত জানাবে ৷ মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার ৷ প্রসঙ্গত, ববিতা সরকারের করা মামলায় প্রিয়াঙ্কা সাউ-সহ 20 জন যুক্ত হয়েছিলেন ৷ এ দিন প্রিয়াঙ্কা সাউয়ের মামলার শুনানি হলেও, বাকি 19 জনের মামলার শুনানি হবে আগামী 26 সেপ্টেম্বর ৷

Last Updated :Sep 23, 2022, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.