ETV Bharat / state

Govt Employees Strike on DA Issue: ডিএ ইস্যুতে কর্মবিরতিতে সামিল হাইকোর্টের কর্মচারীরা, ব্যাহত বিচার প্রক্রিয়া

author img

By

Published : Feb 21, 2023, 12:43 PM IST

Govt Employees Strike on DA Issue
Govt Employees Strike on DA Issue

বকেয়া ডিএ-র দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে একাধিক রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ৷ সোম ও মঙ্গলবার, দু’দিন ধরে চলছে কর্মবিরতি ৷ এদিন কলকাতা হাইকোর্টের কর্মচারীরাও সামিল হন কর্মবিরতিতে (High Court Employees Pen Down Agitation) ৷ ফলে ব্যাহত বিচার প্রক্রিয়া ৷ এদিন শুধু জরুরি মামলাগুলিরই শুনানি হয়েছে ৷

কলকাতা, 21 ফেব্রুয়ারি: মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে রাজ্যজুড়ে দু’দিনের কর্মবিরতির ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন (Strike on DA Issue) । সেই কর্মবিরতিতে গতকালই অংশগ্রহণ করেছিলেন রাজ্যের নিম্ন আদালতের কর্মচারীরা । রাজ্যের বেশিরভাগ নিম্ন আদালতে গতকাল, সোমবার কাজকর্ম স্বাভাবিকভাবে হয়নি । আজ, মঙ্গলবার এই কর্মবিরতির ডাকে সামিল হলেন হাইকোর্টের (Calcutta High Court) কর্মচারীরা । হাইকোর্টে দফতরি থেকে শুরু করে কোর্ট অফিসাররা, কেউই এদিন কাজে অংশগ্রহণ করেননি । বিচারপতিরা এজলাসে বসেছেন । মামলার শুনানিও চলছে ৷ কিন্তু রায়দান স্থগিত থাকছে ।

এদিন সকালে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দেখা যায় ডিএ-র (DA) দাবিতে হাইকোর্ট কর্মচারীরা কর্মবিরতিতে অংশগ্রহণ করায় কোনও কোর্ট অফিসার বসেননি নিজের চেয়ারে । পাশে রাখা ফাইল নিজেই নিয়ে বিচার প্রক্রিয়া চালান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ৷ সীমিত সংখ্যক মামলার শুনানি করার কথা ডিভিশন বেঞ্চের । মামলার রায় লেখার জন্য নেই কোনও স্টেনো বা কোর্ট অফিসার । চেম্বার থেকে পিএ-কে ডেকে রায় লিপিবদ্ধ করাচ্ছে ডিভিশন বেঞ্চ ।

Govt Employees Strike on DA Issue
কলকাতা হাইকোর্টের কর্মচারীদের কর্মবিরতি

বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসেও নেই কোনও কোর্ট অফিসার বা পিওন । শুধুমাত্র যে মামলাগুলি জরুরি, সেই মামলাগুলির শুনানি গ্রহণ করছেন বিচারপতি । নিজেই মামলার রায় লিপিবদ্ধ করছেন । প্রায় সব এজলাসেই একই পরিস্থিতি ।

গতকাল রাজ্যের স্কুল, কলেজ-সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে ছিল এই কর্মবিরতির মিশ্র প্রতিক্রিয়া । গতকাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-সহ অন্যান্য কর্মচারীরা হাজির থাকলেও কেউ কাজে অংশগ্রহণ করেননি । সরকারি অফিসের কর্মচারীরাও একই ভাবে কর্মস্থলে হাজির থাকলেও কেউ কাজে অংশগ্রহণ করেননি । রাজ্য সরকার আগে থেকেই এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে হুঁশিয়ারি দিয়েছিল, কর্মস্থলে হাজির না থাকলে চাকরি থেকে একদিন বাদ যাবে । বেতন কাটা হবে । ফলে বহুস্কুলে শিক্ষকরা উপস্থিত থাকলেও অন্যান্য দিনের মতো পঠনপাঠন স্বাভাবিক ছিল না ।

এদিন সকাল থেকেই হাইকোর্টের মূল প্রবেশ দ্বারে কর্মচারীদের জমায়েত হয়ে শ্লোগান দিতে দেখা যায় । রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদগার করে ‘মহার্ঘ ভাতা চুরি করা সরকার’ বলেও অভিযোগ করা হয় । কর্মচারীদের তরফে জানানো হয় আজ দিনভর এই আন্দোলন চলবে ।

আরও পড়ুন: পর্ষদের নির্দেশকে অমান্য করেই স্কুলে স্কুলে চলছে কর্মবিরতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.