ETV Bharat / state

Strike on DA Demand in Schools: পর্ষদের নির্দেশকে অমান্য করেই স্কুলে স্কুলে চলছে কর্মবিরতি

author img

By

Published : Feb 20, 2023, 12:06 PM IST

মধ্যশিক্ষা পর্ষদ কর্মবিরতি নিয়ে নির্দেশিকা জারি করেছে ৷ কর্মবিরতি না-করার নির্দেশ দেওয়া হয়েছে তাতে ৷ তবে সেই নির্দেশিকা অমান্য করেই স্কুলে স্কুলে চলছে কর্মবিরতি (Strike on DA Demand in Schools) ৷

DA protest
কর্মবিরতি

কলকাতা, 20 ফেব্রুয়ারি: বকেয়া ডিএ-এর (DA) দাবিতে আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা । আজ এবং আগামিকাল 48 ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা । এর আগেও 24 ঘণ্টার কর্মবিরতি হয়েছে সরকারি দফতরগুলিতে । তবে এই বিষয়ে নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ । মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখেই জারি করা হয়েছে নির্দেশ । সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, এই কর্মবিরতি যেন মানা না-হয় (Government employees on Strike for DA in Schools) ।

সামনেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা । সেখানে দাঁড়িয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য বারবার কর্মবিরতির ডাক দিচ্ছে সরকারি কর্মচারীরা। সকাল থেকেই সেই কর্মসূচির জেরে বহু স্কুলে কর্মবিরতি দেখা যাচ্ছে। তবে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 20 এবং 21 তারিখ কোনওরকম ছুটি নেওয়া যাবে না-শিক্ষকদের । স্কুলের সমস্ত শিক্ষকদের কাজে যোগ দিতে হবে । যদি কেউ অনুপস্থিত থাকেন, তবে ডিআইকে রিপোর্ট দেবে স্কুল কর্তৃপক্ষ । সেই রিপোর্টই উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পেশ করা হবে । তবে পর্ষদের পক্ষ থেকে এই নতুন নির্দেশিকা জারি করা হলেও সোমবার সকাল থেকেই বিভিন্ন স্কুলে চলছে কর্মবিরতি । সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে 48 ঘণ্টার কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে, তাতে সামিল হয়েছেন সরকারি কর্মচারীরা ।

Government  notice
মধ্যশিক্ষা পর্ষদের কর্মবিরতি নিয়ে নির্দেশিকা

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, "মাধ্যমিক পরীক্ষার আগে কী কাজ থাকে তা আমরা জানি । সরকার কোনওভাবে বিরোধীতা করতে পারছে না বলে এসব নির্দেশিকা দিচ্ছে । আমরাও চাই না-কর্মবিরতি করতে । তবে সরকার তো কোনওভাবে কর্ণপাতই করছে না আমাদের দাবির উপর । 25 দিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি । কিন্ত এখনও আলোচনা পর্যন্ত করেননি রাজ্য সরকার এই বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে ।"

প্রসঙ্গত, বকেয়া ডিএ-এর মোটানোর দাবিতে অনশন শুরু করেছেন সরকারি কর্মচারীরা ৷ অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন ৷ তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এর পাশাপাশি ডিএ-র দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে যৌথ মঞ্চ ৷ সেই নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার ৷ 20 এবং 21 তারিখ কাজে যোগ দিতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছিল নবান্নের তরফে ৷ আর কর্মবিরতিতে যোগ দিলে তাদের চাকরি জীবনে একদিন ছেদ পড়বে ৷ অর্থাৎ কাটা যাবে একটি কর্মদিন ৷ করা হবে শো কজও বলে নির্দেশিকায় বলা হয়েছিল ৷

আরও পড়ুন: ডিএ-র দাবিতে কর্মবিরতি রুখতে সরকারের কড়া নির্দেশিকায় শুরু রাজনৈতিক তরজা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.