NVF Recruitment Scam: নথি জাল করে চাকরি ! অভিযুক্তকে রক্ষাকবচ দিল না হাইকোর্ট

author img

By

Published : Jan 25, 2023, 2:15 PM IST

Calcutta High Court does not allow Safe Guard for main accused in NVF Recruitment Scam

জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী (National Volunteer Force) বা এনভিএফের নিয়োগে দুর্নীতির অভিযোগ (NVF Recruitment Scam) ৷ মূল অভিযুক্ত জীবনকৃষ্ণ ঘোষকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court does not allow Safe Guard) ৷

কলকাতা, 25 জানুয়ারি: শিক্ষাক্ষেত্রের পর এবার জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী (National Volunteer Force) বা এনভিএফের নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগ উঠল (NVF Recruitment Scam) ৷ ঘটনায় মূল অভিযুক্তকে রক্ষাকবচ দিতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court does not allow Safe Guard) ৷ ফলে অভিযুক্ত জীবনকৃষ্ণ ঘোষকে গ্রেফতার করার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না পুলিশের ৷

অভিযুক্ত জীবনকৃষ্ণ ঘোষ নিজে এনভিএফে কর্মরত ছিলেন ৷ সেই যোগসূত্রকে হাতিয়ার করেই বহু বেকার যুবক-যুবতীকে এনভিএফে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ ৷ মোটা টাকার বিনিময়ে সেই প্রতিশ্রুতি রক্ষাও করেন জীবনকৃষ্ণ ৷ কিন্তু, সেই নিয়োগ পদ্ধতি আইনস্বীকৃত ছিল না বলে অভিযোগ ৷

আরও পড়ুন: আকাশ প্রমাণ দুর্নীতি হয়েছে, দাবি কুন্তল ঘোষের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2019 সাল থেকে এখনও পর্যন্ত মোট 10 জনকে এনভিএফে চাকরি পাইয়ে দিয়েছেন জীবনকৃষ্ণ ৷ নথি জাল করে কাজ হাসিল করেছেন তিনি ! চাকরিপ্রাপকদের প্রত্যেকে এর বিনিময়ে জীবনকৃষ্ণকে 2 লক্ষ টাকা করে দিয়েছেন ! পরবর্তীতে এই ঘটনায় পাচিম মেদিনীপুরের কোতওয়ালি থানায় তিনটি অভিযোগ দায়ের করা হয় ৷ তদন্তে নেমে জীবনকৃষ্ণ ঘোষের নাম পায় পুলিশ ৷ সেই ঘটনায় তাঁকে গ্রেফতার করা হলেও পরে জামিন পেয়ে যান তিনি ৷

এরপর গোয়ালতোড় থানায় ফের এই ঘটনায় অভিযোগ দায়ের হয় ৷ সেই অভিযোগেও নাম জড়ায় জীবনকৃষ্ণের ৷ এই অবস্থায় ফের গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন জীবনকৃষ্ণ ৷ কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয় ৷ এরপর কলকাতা হাইকোর্টেই রক্ষাকবচের আবেদন জানান জীবনকৃষ্ণ ৷ বুধবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ৷

শুনানি চলাকালীন পুলিশ আদালতকে জানায়, এই তদন্তে মূল অভিযুক্ত জীবনকৃষ্ণ ঘোষ তাদের সঙ্গে বিন্দুমাত্র সহযোগিতা করছেন না ৷ তাঁর মোবাইল বন্ধ থাকছে ৷ এমনকী, জীবনকৃষ্ণের বাড়িতে বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি তদন্তকারীদের সঙ্গে দেখা পর্যন্ত করতে আসেননি ৷

পুলিশের বক্তব্য শোনার পর বিচারপতি রাজাশেখর মান্থা তাঁর পর্যবেক্ষণে বলেন, "আবেদনকারীর তদন্ত এড়িয়ে যাওয়ার প্রবণতা রয়েছে ৷ তাই তাঁকে রক্ষাকবচ দিচ্ছে না আদালত ৷ তদন্ত চালিয়ে যাবে গোয়ালতোড় থানার পুলিশ ৷ প্রয়োজনে গুরুত্বপূর্ণ পদক্ষেপও করতে পারবে তারা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.