ETV Bharat / state

Calcutta High Court: রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য, মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার নির্দেশ

author img

By

Published : Nov 17, 2022, 6:42 PM IST

Updated : Nov 17, 2022, 7:19 PM IST

Calcutta High Court directs to remove Mamata Banerjee name from Akhil Giri Controversial Statement Case
Calcutta High Court: রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য, মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার নির্দেশ

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) কুরুচিকর মন্তব্য করে চর্চায় মন্ত্রী অখিল গিরি (Akhil Giri) ৷ সেই ইস্যুতে রুজু হওয়া একটি মামলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) নাম বাদ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷

কলকাতা, 17 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) উদ্দেশে অখিল গিরির (Akhil Giri) করা কুরুচিকর মন্তব্যের জেরে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রুজু হয়েছে মামলা ৷ তেমনই একটি মামলায় সংশ্লিষ্ট মামলাকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেও (Mamata Banerjee) কাঠগড়ায় তুলেছেন ৷ বৃহস্পতিবার সেই মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার নির্দেশ দিল আদালত ৷

এই ঘটনা নিয়ে এখনও তপ্ত রাজ্য রাজনীতি ৷ বৃহৃস্পতিবার সংশ্লিষ্ট একটি মামলা শুনানির জন্য ওঠে হাইকোর্টে ৷ বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি হয় মামলাটির ৷ মামলাকারীর আবেদন শোনার পর বিচারপতিরা এই ঘটনায় অখিল গিরিকে আদালতে হলফনামা পেশ করে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দেন ৷ আগামী 12 ডিসেম্বর এই মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷ অন্যদিকে, ইতিমধ্য়েই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷ সেই তদন্ত কতদূর গড়াল, তাও রিপোর্ট আকারে পেশ করে জানানোর নির্দেশ দিয়েছে আদালত ৷ যদিও অখিল গিরির আইনজীবী কিশোর দত্ত দাবি করেন, তাঁর মক্কেল কোনও ধরনের প্রতিশোধ স্পৃহা থেকে এই ধরনের মন্তব্য করেননি ৷

আরও পড়ুন: অখিল ইস্যু শীতকালীন অধিবেশনে তোলার বিরোধীদের পরিকল্পনায় যৌক্তিকতা নেই, মত বিমান-শোভনদেবের

অন্যদিকে, সুস্মিতা সাহা দত্ত নামে যে বিজেপিকর্মী এই ইস্যুতে মামলা রুজু করেছেন, তাঁর বক্তব্য, এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও সমান দায়ী ৷ কারণ, তিনি এখনও পর্যন্ত মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করেননি ৷ তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারিত করা হয়নি ৷ তাই আদালতের কাছে স্বতঃস্ফূর্তভাবে অখিলকে অপসারিত করার আবেদন করেছেন সুস্মিতা ৷ মামলাকারীর এই বক্তব্য শোনার পরই আর এক আইনজীবী সপ্তাংশু বসু এই মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার আর্জি জানান ৷ এরপরই আদালত মুখ্যমন্ত্রীর নাম এই মামলা থেকে সরানোর নির্দেশ দেয় ৷ প্রসঙ্গত, এই ঘটনায় ইতিমধ্য়েই সর্বসমক্ষে ক্ষমা চেয়েছেন মমতা ৷ অখিলকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷

উল্লেখ্য, সম্প্রতি নন্দীগ্রামে আয়োজিত তৃণমূল কংগ্রেসের একটি জমায়েতে যোগ দিয়ে রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন অখিল গিরি ৷ পরে সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ তারপর থেকেই উত্তাল রাজ্য তথা সারা দেশের রাজনীতি ৷

Last Updated :Nov 17, 2022, 7:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.