ETV Bharat / state

Calcutta High Court: বঞ্চিত চাকরিপ্রার্থীকে চার সপ্তাহের মধ্যে পরীক্ষায় বসতে দিতে হবে, নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Oct 31, 2022, 6:52 PM IST

Calcutta High Court directs Primary Education Board to arrange exam for deprived candidate
Calcutta High Court: বঞ্চিত চাকরিপ্রার্থীকে চার সপ্তাহের মধ্যে পরীক্ষায় বসতে দিতে হবে, নির্দেশ হাইকোর্টের

প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Education Board) ভুলে শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) পরীক্ষায় বসতে পারেননি নেফাউর শেখ নামে এক ব্যক্তি ৷ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) আগামী চার সপ্তাহের মধ্যে তাঁকে পরীক্ষায় বসতে দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷

কলকাতা, 31 অক্টোবর: আবারও অসহায় চাকরিপ্রার্থীর সহায় হলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷ টেট পাশ করার পরও নিয়োগের পরীক্ষায় বসতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নেফাউর শেখ নামে এক ব্যক্তি ৷ নির্ধারিত বয়সসীমা পেরিয়ে যাওয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board) তাঁকে চাকরির (Primary Teacher Recruitment) পরীক্ষায় বসতে দেয়নি বলে অভিযোগ ৷ অথচ, তিনি টেট উত্তীর্ণ ৷ এই অবস্থায় আগামী চার সপ্তাহের মধ্যে ওই মামলাকারীকে পরীক্ষায় বসতে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ একইসঙ্গে, অন্য একটি মামলাতেও পর্ষদের জবাব তলব করেছেন তিনি ৷

দ্বিতীয় এই মামলাটি পরীক্ষার্থীদের নম্বর বৃদ্ধির আবেদন সংক্রান্ত ৷ উল্লেখ্য, 2014 সালে যে টেট হয়েছিল, তাতে প্রশ্ন বিভ্রাটের ঘটনা ঘটে ৷ পরবর্তীতে তা নিয়ে মামলা রুজু হয় কলকাতা হাইকোর্টে ৷ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে সেই মামলার শুনানি হয় ৷ বিচারপতি ভরদ্বাজ নির্দেশ দেন, প্রশ্ন বিভ্রাটের জেরে সংশ্লিষ্ট সব পরীক্ষার্থীকেই ওই প্রশ্নের জন্য বরাদ্দ 6 নম্বর দিতে হবে ৷ কিন্তু, এই নির্দেশের প্রেক্ষিতে পর্ষদের তরফে 25 হাজার পরীক্ষার্থীকে 6 নম্বর দেওয়া হলেও 738 জনকে সেই নম্বর দিতে টালবাহানা করা হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের জামিনের আবেদন মানিকের

মামলাকারীদের দাবি, নম্বর কম থাকায় পরপর বেশ কয়েকবার শিক্ষক নিয়োগের পরীক্ষা ও ইন্টারভিউতে বসতে পারেননি তাঁরা ৷ এবার সেই 6 নম্বরের দাবিতেই বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে মামলা রুজু হয়েছে ৷ সোমবার মামলার শুনানি চলাকালীন মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, "সকলের পক্ষে আদালতে আসা সম্ভব নয় ৷ 12 লক্ষ 95 হাজার চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছিলেন ৷ কৃতকার্য হন 1 লক্ষ 25 হাজার ৷ বাকিদের ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিক আদালত ৷ আর তা করতে লম্বা সময় লাগবে ৷ তাই প্রয়োজনে টেট সংক্রান্ত সংশ্লিষ্ট কর্মকাণ্ড পিছিয়ে দেওয়া হোক ৷"

মামলাকারীদের আবেদন শোনার পর এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্য়ায় পর্ষদের কাছে জানতে চান, তারা কি সমস্ত পরীক্ষার্থীকেই ওই 6 নম্বর দেবেন ৷ আগামী শুনানিতে পর্ষদকে এই প্রশ্নের জবাব আদালতে জমা দিতে বলা হয়েছে ৷ আগামী 4 নভেম্বর দুপুর 12টায় এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷

একইসঙ্গে, চাকরিপ্রার্থী নেফাউর শেখের মামলায় আদালতের পর্যবেক্ষণ হল, পর্ষদের ভুলে যদি আবেদনকারীর বয়সসীমা পেরিয়ে যায়, তার দায়ও পর্ষদকেই নিতে হবে ৷ প্রসঙ্গত, নেফাউর আদালতকে জানিয়েছেন, 2014 সালে তিনি প্রথমবার টেট দিয়েছিলেন ৷ এর 2 বছর পর তিনি জানতে পারেন, তিনি পাশ করেননি ! পরে 2021 সালে সালে তিনি টেট দিয়ে উত্তীর্ণ হন ৷ কিন্তু, তত দিনে তাঁর বয়স বেড়ে গিয়েছে ৷ ফলে পর্ষদ তাঁকে আর নিয়োগের পরীক্ষায় বসতে দেয়নি ৷ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশ, আগামী চার সপ্তাহের মধ্যে নেফাউরকে নিয়োগের পরীক্ষায় বসতে দিতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.