ETV Bharat / state

Calcutta High Court: বুধে ক্যামাক স্ট্রিট দিয়েই গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল, রাজ্যের আবেদন খারিজ হাইকোর্টে

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 1:35 PM IST

Updated : Sep 26, 2023, 1:57 PM IST

মিছিলের রুট পরিবর্তন হল না ৷ বুধবার ক্যামাক স্ট্রিট দিয়েই যাবে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল ৷ রাজ্যের আবেদন খারিজ করে ক্যামাক স্ট্রিট দিয়েই মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট

কলকাতা, 26 সেপ্টেম্বর: আগের নির্দেশ থেকে সরল না কলকাতা হাইকোর্ট । বুধবার সরকারি গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের রুট ক্যামাক স্ট্রিট হয়েই যাবে । এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত । মিছিলের উদ্যোক্তাদের তিনি নির্দেশ দিয়েছেন, ওই রাস্তায় মিছিলের জন্য যেন কোনও মানুষের দুর্ভোগ না হয়, তা দেখতে হবে । এর আগে মিছিলের যে রুট দেওয়া হয়েছিল তাতে প্রবল আপত্তি করে রাজ্য । পরে দু'পক্ষ মিলিতভাবে নতুন বিকল্প রুটের প্রস্তাব দেয় । সেই প্রস্তাবে সায় দেয় আদালত । তবে এখন হঠাৎ রাজ্যের একটি রাস্তা নিয়ে আপত্তিতে সায় নেই হাইকোর্টের । শান্তিপূর্ণভাবে মিছিলের ব্যবস্থা করতে হবে । প্রয়োজনীয় পুলিশের ব্যবস্থা রাখতে হবে । এমনকী প্রয়োজনে চ্যানেল করে মিছিল পাশ করতে হবে সেখান দিয়ে । জানিয়ে দিল আদালত ৷

বিচারপতি সেনগুপ্ত বলেন, "আপনাদের বলা কোনও স্কুল ক্যামাক স্ট্রিটে নেই । এটা কোনও বিক্ষোভ সমাবেশ নয়, ওখানে কেউ বসবে না । তাঁরা মিছিল করে চলে যাবে । তাঁদের মিছিল যাতে যেতে পারে সেই ব্যবস্থা করবে পুলিশ । আপনারা যদি এটা নিউজ আইটেম করতে চান, করুন ।"

রাজ্য ফের জানায়, ওই জায়গায় ওই সময় ট্রাফিক জ্যাম হয় । পালটা বিচারপতি ব্যঙ্গের ছলে বলেন, "এই নিয়ে বেশি বিতর্ক করলে এরপর মামলাকারীরা 21 জুলাই এর কথা বলবে । এর থেকে অনেক বেশি মানুষের হেনস্থার অভিযোগ তুলবে । এখানে মাত্র কয়েকশো লোক মিছিল করবে । আপনারা মিছিল ওই জায়গা দিয়ে দ্রুত যাতে যেতে পারে সেই ব্যবস্থা করুন ।"

আরও পড়ুন: অভিষেকের সম্পত্তি নিয়ে ইডি'র দেওয়া তথ্যে ক্ষুব্ধ হাইকোর্ট, লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসেব চাইল আদালত

আগের নির্দেশে 27 সেপ্টেম্বর দুপুর 1 টা থেকে মিছিল করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ । মিছিল শুরু হওয়ার কথা ছিল থিয়েটার রোড - ক্যামাক স্ট্রিট - নিজাম প্যালেস- এক্সাইড- এস পি মুখার্জী রোড হয়ে সোজা হাজরা ক্রসিং পর্যন্ত । গত 20 সেপ্টেম্বর বিচারপতি এই নির্দেশ দিয়েছিলেন ৷ তবে পরবর্তী সময়ে রাজ্যের তরফ থেকে মিছিলের রুট পরিবর্তনের জন্য আবেদন করা হয় । এরপরেই বিচারপতি রুট পরিবর্তনের কারণ দেখিয়ে রাজ্যকে হলফনামা দিয়ে আদালতে জানানোর জন্য নির্দেশ দেন । আজকে সেই মামলার শুনানিতে রাজ্যের তরফ থেকে হলফনামা জমা করা হয় । রাজ্যের আইনজীবীর যুক্তি ছিল, ওই রাস্তায় স্কুল থাকায় ট্রাফিক জ্যাম হতে পারে ৷ যার জেরে সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষ । কিন্তু রাজ্যের ওই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷

Last Updated : Sep 26, 2023, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.