ETV Bharat / state

Calcutta High Court: কেন 2 বছরেও শেষ হল না তদন্ত, রুজিরা-মেনকার বিরুদ্ধে মামলায় হাইকোর্টের প্রশ্ন

author img

By

Published : Nov 4, 2022, 10:10 PM IST

2019 সালের 16 মার্চ রাতে ব্যাংকক থেকে ফেরার সময় রুজিরা নারুলা এবং মেনকা গম্ভীরকে কলকাতা বিমানবন্দরে প্রায় 2 কেজি সোনা-সহ আটক করে শুল্ক দফতর । সেই মামলার তদন্ত এখনও কেন শেষ হল না সেই প্রশ্ন তুলেছে হাইকোর্ট (Cal HC raised question on probe on Rujira Naroola and Menoka Gambhir)

ETV Bharat
Calcutta High Court

কলকাতা, 4 নভেম্বর: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা (Rujira Naroola) এবং শ্যালিকা মেনকা গম্ভীরের (Menoka Gambhir) বিরুদ্ধে করা শুল্ক দফতরের মামলায় দু'বছর ধরে তদন্ত চলছে । এতদিনেও কেন সেই তদন্ত শেষ হল না, এবার সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট ৷ শুক্রবার এই প্রশ্ন করেছে বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ৷

পাশাপাশি, কেন রাজ্যের করা মামলায় শুল্ক দফতরকে (Customs Department) হয়রান করা হচ্ছে এবং রাজ্যের করা শুল্ক দফতরের বিরুদ্ধে মামলার বর্তমান অবস্থা কী তাও জানতে চেয়েছে বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷ দু'বছর ধরে চলা এই তদন্তের মামলার শুনানি অবশ্য এদিনও পিছিয়ে গিয়েছে কাস্টমসের তরফে আইনজীবী আদালতে উপস্থিত না-থাকায় (case against Rujira Naroola and Menoka Gambhir) ৷

রুজিরা নারুলা এবং মেনকা গম্ভীরের বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ রয়েছে । সম্প্রতি বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করে শুল্ক দফতর । বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আগামী ডিসেম্বর মাসে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: বিজেপি নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আদালতে ভর্ৎসনার মুখে পুলিশ

যদিও এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশে স্বস্তিতে রয়েছেন রুজিরা এবং মেনকা । তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না-বলে জানিয়েছে আদালত ৷ এর আগে কলকাতা হাইকোর্ট কাস্টমসের পাঠানো নোটিশের উপরে স্থগিতাদেশ দেয় । 2019 সালের 16 মার্চ রাতে ব্যাংকক থেকে ফেরার সময় রুজিরা এবং মেনকাকে কলকাতা বিমানবন্দরে প্রায় 2 কেজি সোনা-সহ আটক করে শুল্ক দফতর । পরে ভিআইপি পরিচয় দিয়ে গ্রিন করিডর করে তাঁদের সেখান থেকে বার করে নিয়ে আসে বিধাননগর থানার পুলিশ । এর প্রায় 6 দিন পর 22 মার্চ তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে শুল্ক দফতর । তাঁদের সমন পাঠায় জিজ্ঞাসাবাদের জন্য । এই মামলার শুনানি এখনও সম্পন্ন হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.