ETV Bharat / state

Brazilian Supporter Ghugni Seller: ব্রাজিল ভক্ত হলেই ঘুগনি-আলুর দমে অফার, কলকাতায় উন্মাদনার ভিন্ন ছবি

author img

By

Published : Dec 9, 2022, 2:07 PM IST

Updated : Dec 9, 2022, 2:32 PM IST

Brazilian Supporter Ghugni Seller
ব্রাজিলের খেলার দিনে ঘুঘনি-আলুর দমে বিশেষ অফার

চারবছর অন্তর আসে ফুটবল বিশ্বকাপ ৷ আর বাঙালি ফুটবল প্রেমী বরাবরই একটু বেশি ৷ ব্রাজিল যেদিন মাঠে নামবে সেদিনের জন্য ঘুগনি-আলুরদমে বিশেষ অফার দিচ্ছেন কলকাতার এই বিক্রেতা (Brazilian Supporter Ghugni Seller) ৷

কলকাতা, 9 ডিসেম্বর: ঘুগনি-আলুর দমে বিশ্বকাপ 'অফার' । চমকে উঠলেন না কি । ওঠারই কথা । চারবছর অন্তর বিশ্বকাপ এলে টিভির দোকানগুলো অফার দেয় । ফি বছর গরমকালে সিলিং ফ্যান থেকে শুরু করে কুলার বা এসিতে অফার থাকে । শীতকালে গিজার কেনায় অফার থাকে । চৈত্র সেল এবং পুজোয় 'বাই ওয়ান গেট ওয়ান ফ্রি' অফার থাকে । তাই বলে ঘুগনি আলুর দমে অফার । হ্যাঁ মশাই হ্যাঁ । বিশ্বাস হল না তো । তাহলে একটু কষ্ট করে চলে যান না তালবাগান স্টপেজে । বাস বা গাড়ি থেকে নেমে কসবা পুলিশ স্টেশনের পাশের গলিতে যেতে হবে । হাজির হয়ে যান বিকেল সাড়ে পাঁচটার পর। তাহলে নিজের চোখেই দেখবেন ঘুগনি-আলুরদমের উপর রয়েছে বিশেষ (Ghugni Seller) ।

তবে বিশ্বকাপের সব দিন নয় । ব্রাজিল যেদিন মাঠে নামবে সেদিনই 'ডায়মণ্ড মুখরোচক ঘুগনি আলুরদম কর্নার'-এ দুই প্লেট ঘুগনি খেলেই এক প্লেট ফ্রি । ব্রাজিল সমর্থকদের জন্যই এই আকর্ষনীয় ছাড় দিচ্ছেন সুকুমার হালদার (Brazilian Supporter Ghugni Seller) । কেন শুধু ব্রাজিল সমর্থকদের জন্য এই ছাড়? কসবা তালবাগানে সুকুমার হালদারের বাড়ি । গত এগারো বছর ধরেই এই জায়গায় ছোট্ট টেবিল মাথায় বাহারি ছাতার তলায় তাঁর অস্থায়ী দোকান । নিজে ফুটবল ভালোবাসেন । মোহনবাগানের সমর্থক । ব্রাজিলের ফুটবলের অন্ধভক্ত । মাঝরাত পর্যন্ত খেলা দেখছেন ব্রাজিলের । কিন্তু মোহনবাগানের খেলা নৈব নৈব চ । এটিকের সঙ্গে গাটছড়া বেঁধে আইএসএলে মানতে পারেননি তিনি । তাই মোহনবাগান মাঠে যাওয়া ছেড়েছেন ।

ব্রাজিলের খেলার দিনে ঘুঘনি-আলুর দমে বিশেষ অফার

আরও পড়ুন: বিশ্বকাপের উন্মাদনায় বিয়ের তত্ত্বে 'মিষ্টি মেসি'

খদ্দের সামলাতে সামলাতে সুকুমার হালদার বলেন, "আইএসএলে প্রত্যেক রাজ্য থেকে একটা করে দল । অথচ আমাদের এখানে চারভাগ । এটিকের সঙ্গে মোহনবাগানের হয়ে যুক্ত হওয়া মানতে পারি না । তাই খেলা দেখতে আর যাই না ৷"

15, 25, 30, 45 এই চার রকমের দামে তাঁর ঘুগনি এবং আলুরদমের দাম বিক্রি হয় । মোহনবাগানের উপর অভিমান করলেও বাঙালি সুকুমার হালদার বলেন, "বাঙালির প্রিয় খেলা ফুটবল । আর বাঙালি তো মূলত ব্রাজিল আর আর্জেন্তিনায় বিভক্ত । আমি ব্রাজিলের সমর্থক । দোকান সামলে রাত 9টার পরে খেলা দেখছি । আর ব্রাজিলের খেলা হলে তো দেখতেই হবে । ব্রাজিল সমর্থকদের জন্য তাই ছাড় দিয়েছি । তবে অনেক আর্জেন্তিনা সমর্থকও এখানে এসে খেয়ে যাচ্ছে । আমার এই অফারটা শুধুমাত্র ব্রাজিলের খেলার দিনেই দেওয়া হচ্ছে ।"

দোকান সাজিয়েছেন নেইমার-কাসিমেরোদের পোস্টারে । ব্রাজিলের জাতীয় পতাকাও রয়েছে । নিজের পরনেও ব্রাজিল জার্সি । "চারবছর আগেও এই অফার ছিল আমার । শুধু ঘুগনি নয়, আলুরদমেও একই অফার রয়েছে । নেইমাররা ফাইনালে উঠলে আরও আকর্ষনীয় হবে এই অফার ৷" জিভে জল আনা অফার আগাম ইঙ্গিত দিয়ে রাখলেন সুকুমার হালদার ।

আরও পড়ুন: খেলেছিলেন বিশ্বকাপ ! ভারতের তেকাঠি রক্ষা করা অরিন্দম এখন অটোচালক

ফুটবল নিয়ে আবেগ, ব্রাজিলকে নিয়ে উন্মাদনা অস্বাভাবিক নয় । কিন্তু ব্যবসায় তো লাভ-লোকসানের ব্যাপার রয়েছে । তাহলে চলছে কী করে ? জবাবে তিনি বলেন "দেখুন বিষয়টি অস্বীকার করছি না । তবে ব্রাজিলের জন্য অতটুকু মানিয়ে নেওয়া যায় ৷" ভারত কবে বিশ্বকাপ খেলবে তার উত্তর সময়ই দিতে পারে । কিন্তু বাঙালি যে বিশ্বসেরা ফুটবল সমর্থকদের মধ্যে অন্যতম সেরা তা বোধহয় বলার অপেক্ষা রাখে না । সুকুমার হালদাররাই তার জীবন্ত উদাহরণ ।

Last Updated :Dec 9, 2022, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.