ETV Bharat / state

প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানো হবে : মহম্মদ সেলিম

author img

By

Published : Jan 4, 2020, 11:58 PM IST

শান্ত কিশোরের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে সেলিম বলেন, "প্রশান্ত কিশোর একদিকে নীতিশ কুমারকে পরামর্শ দিচ্ছেন ৷ অন্যদিকে, এ রাজ্যের মুখ্যমন্ত্রীকেও পরামর্শ দিচ্ছেন । নীতিশ কুমার বলছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে তিনি । আর মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করছেন । দু'জনেরই মেন্টর প্রশান্ত কিশোর ।"

মহম্মদ সেলিম
মহম্মদ সেলিম

কলকাতা, 4 জানুয়ারি : প্রধানমন্ত্রীকে এ রাজ্যে কালো পতাকা দেখাবে CPI(M) কর্মী ও সমর্থকরা । বিশ্বব্যাপী কালো পতাকা শোকের বার্তা বহন করে । সেই পতাকাই দেখানো হবে প্রধানমন্ত্রীকে ৷ আজ একথা জানালেন CPI(M) পলিটবিউরো সদস্য মহম্মদ সেলিম ।

এ রাজ্যে প্রতিবাদ নিষিদ্ধ হলেও, প্রতিবাদীর জেল হলেও প্রতিবাদ চলবে । CAA, NPR ও NRC-র বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে বলে জানান তিনি । বলেন, "কেন্দ্রীয় আইন ও বিলের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে শীতের রাতেও বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ । এত মানুষের অংশগ্রহণ, বিশেষ করে নতুন প্রজন্ম, কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের যে প্রতিবাদ তা নজিরবিহীন ।"

দেশের মানুষ যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হচ্ছে তা নিয়ে নিশ্চিত সেলিম ৷ বলেন, "দেশ জুড়ে বিভিন্ন গণসংগঠন, মানবাধিকার সংগঠনসহ সকলেই অভূতপূর্ব বিক্ষোভ এবং প্রতিবাদ দেখাচ্ছে । দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হচ্ছে দেশের মানুষ । এই অচলাবস্থা চলতে পারে না ।" সংবাদমাধ্যমের দিকেও প্রশ্ন ছুড়ে দেন সেলিম ৷ জানতে চান, "কাটমানির খবর এখন আর সংবাদমাধ্যমে প্রচার হয় না কেন? তাহলে কি এ রাজ্যে কাটমানি সকলে ফেরত পেয়ে গিয়েছে?"

প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে সেলিম বলেন, "প্রশান্ত কিশোর একদিকে নীতিশ কুমারকে পরামর্শ দিচ্ছেন ৷ অন্যদিকে, এ রাজ্যের মুখ্যমন্ত্রীকেও পরামর্শ দিচ্ছেন । নীতিশ কুমার বলছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে তিনি । আর মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করছেন । দু'জনেরই মেন্টর প্রশান্ত কিশোর ।"

প্রধানমন্ত্রীকে এ রাজ্যে কালো পতাকা দেখাবে CPI(M) কর্মী ও সমর্থকরা

সেলিম অভিযোগ করেন, স্বাধীনতার পর এই প্রথম ভারতের একটি রাজ্য উত্তরপ্রদেশের সরকার পুলিশের মাধ্যমে সন্ত্রাস চালাচ্ছে । রাতের অন্ধকারে পুলিশ ভাঙচুর চালাচ্ছে । মহিলাদের সম্মানহানি করছে । বুধবার দেশজুড়ে CITU-র ডাকা ধর্মঘট সফল করতে সবার কাছে আহ্বান জানিয়েছেন সেলিম ।

Intro:প্রধানমন্ত্রীকে এরাজ্যে কালোপতাকা দেখাবে সিপিআইএম কর্মী সমর্থকরা। বিশ্বব্যাপী কাল ঝান্ডা শোকের বার্তা বহন করে। সেই পতাকাই দেখানো হবে প্রধানমন্ত্রীকে বললেন, সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।


Body:এ রাজ্যে প্রতিবাদ নিষিদ্ধ হলেও, প্রতিবাদীর জেল হলেও প্রতিবাদ চলবে। নাগরিকত্ব সংশোধনী আইন, এন পি আর, এবং এনআরসির বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে বলে মন্তব্য করলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম।
কেন্দ্রীয় আইন এবং বিলের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে শীতের রাতেও বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ। এত মানুষের অংশগ্রহণ, বিশেষ করে নতুন প্রজন্ম, কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের যে প্রতিবাদ তা নজিরবিহীন বলে মন্তব্য করলেন প্রবীণ এই সিপিআইএম নেতা।
দেশ জুড়ে বিভিন্ন গণসংগঠন, মানবাধিকার সংগঠনসহ সকলেই অভূতপূর্ব বিক্ষোভ এবং প্রতিবাদ দেখাচ্ছেন। দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হচ্ছেন দেশের মানুষ। এই অচলাবস্থা চলতে পারে না। বললেন তিনি। সংবাদমাধ্যমের কাছে প্রশ্ন ছিল মহম্মদ সেলিমের, কাটমানির খবর এখন আর সংবাদমাধ্যমে প্রচার হয় না কেন? তাহলে কি এ রাজ্যে কাটমানি সকলে ফেরত পেয়ে গিয়েছে? সংবাদ মাধ্যমের ভূমিকারও প্রতিবাদ করেন মহম্মদ সেলিম।
প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে মহম্মদ সেলিম জানান, নিতিশ কুমার কে একদিকে যেমন পরামর্শ দিচ্ছেন প্রশান্ত কিশোর তেমনই এ রাজ্যের মুখ্যমন্ত্রীকেও পরামর্শ দিচ্ছেন তিনি। নিতিশ কুমার বলছেন নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে তিনি। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করছেন। দুজনের মেন্টর প্রশান্ত কিশোর।
স্বাধীনতার পরে এই প্রথম ভারতের একটি রাজ্য উত্তরপ্রদেশে সরকার পুলিশের মাধ্যমে সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রাতের অন্ধকারে পুলিশ ভাঙচুর চালাচ্ছে। মহিলাদের সম্মানহানি করছে বলেও অভিযোগ তার।
আগামী বুধবারের সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে রাজ্যের এবং দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন মহম্মদ সেলিম।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.