ETV Bharat / state

Suvendu Slams Mamata Govt: রাজ্যের শিক্ষাব্যবস্থা দেখে স্বামীজী বাংলা থেকে প্রস্থান করতেন, কটাক্ষ শুভেন্দুর

author img

By

Published : Jan 12, 2023, 7:15 PM IST

স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বর্তমান শিক্ষাব্যবস্থা দেখে স্বামীজী বাংলা ছেড়ে অন্য রাজ্যে প্রস্থান করতেন কটাক্ষ বিরোধী দলনেতার ৷

Swami Vivekananda
সিমলা স্ট্রিটের বাড়িতে শুভেন্দু অধিকারী

রাজ্যকে তোপ দাগতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী

কলকাতা, 12 জানুয়ারি: স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী (Swami Vivekananda Birth anniversary) উদযাপন অনুষ্ঠান থেকে রাজ্যকে তোপ দাগতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী ৷ তৃণমূল সরকারের আমলে শিক্ষাব্যবস্থায় দুর্নীতি নিয়ে রাজ্যকে বিঁধলেন তিনি ৷ শুভেন্দু এদিন বলেন, "বর্তমানের এই শিক্ষা ব্যবস্থা দেখে স্বামীজী বাংলা থেকে প্রস্থান করতেন। অন্য কোনও রাজ্যে গিয়ে আশ্রয় নিতেন । কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থার যা অবস্থা করেছে এই সরকার, পুরো শিক্ষা ব্যবস্থাটাই জেলের ভিতরে।

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী অনুষ্ঠান: আজ স্বামী বিবেকানন্দের 161তম জন্মবার্ষিকী ৷ তাঁর সিমলা স্ট্রিটের বাড়িতে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের বাড়িতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তাঁরা ৷ আর এই অনুষ্ঠান থেকে রাজ্যকে একহাত নেন বিরোধী শিবির ৷

রাজ্যকে আক্রমণ বিরোধী দলনেতার: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও বলেন, "এবার প্রথম দেখলাম স্বামীজীর জন্মভিটে আসার রাস্তায় তাঁর এইটুকু ছবি ৷ আর কোন একজন তথাকথিত কার্বাইড দিয়ে পাকানো রাজনৈতিক নেতার বিশাল বড় ছবি । এই সংস্কৃতি ভালো নয় । ভয়ংকর সংস্কৃতি । স্বামী বিবেকানন্দের ছবির সঙ্গে আমাদের ছবি বা নাম যুক্ত করার কথা আমরা ভাবতেই পারি না ।"

বিরোধীদের তরফে ওঠা দাবি: বারবার বিরোধীদের তরফে দাবি উঠেছে, গত কয়েকবছর ধরে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটের বাড়িতে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসছেন ৷ তার আগে তাঁদের দেখা যায়নি আসতে। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, " তাঁদের বোধোদয় হতে অনেক দেরি হয়েছে ৷ কারণ স্বামীজি ছাড়া আমাদের সংস্কৃতি অসম্পূর্ণ । যারা বিবেকানন্দকে জানেন না, বোঝেন না, তারা ভারতবর্ষকে চেনেন না, বোঝেন না ।

বাংলার যুব সমাজ নিয়ে সুকান্তের মত : বিজেপির রাজ্য সভাপতি বলেন, "বাংলার যুব সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন স্বামী বিবেকানন্দ ৷ আজকে সেই যুবসমাজের চাকরি নেই, শিক্ষা নেই ৷ তাদের চাকরির জন্য বাংলা ছেড়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে ৷ এটা অত্যন্ত লজ্জার ব্যাপার ।" আজ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের 161তম জন্মবার্ষিকী এবং জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে বিজেপির তরফে । সিমলা স্ট্রিট থেকে রেডরোড পর্যন্ত ম্যারাথন দৌড়েরও আয়োজন করা হয় ।

আরও পড়ুন: জুতো পরে স্বামীজীর মূর্তিতে মাল্যদান কেন্দ্রীয় মন্ত্রীর, অপমানের অভিযোগ তৃণমূলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.