ETV Bharat / state

Dengue: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে শুভেন্দুকে পালটা জবাব শোভনদেবের

author img

By

Published : Nov 7, 2022, 7:30 PM IST

bjp-and-trinamool-congress-war-of-words-on-dengue-issue
Dengue: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে শুভেন্দুকে পালটা জবাব শোভনদেবের

বাংলার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে তৃণমূল (Trinamool Congress) ও বিজেপির (BJP) তরজা ক্রমশ বাড়ছে ৷ ডেঙ্গি নিয়ে রাজ্যের সমালোচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সোমবার তাঁকে পালটা জবাব দেন শোভনদেব চট্টোপাধ্যায় ৷ এর পর কৃষিমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷

কলকাতা, 7 নভেম্বর: রাজ্যের ডেঙ্গি (Dengue) পরিস্থিতি নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও বিরোধী বিজেপির (BJP) তরজা ক্রমশ বাড়ছে ৷ ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সোমবার তার পালটা জবাব দেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee) ৷ এদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) বর্ষীয়ান এই নেতাকে আবার জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷

প্রসঙ্গত, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে টুইট করে আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখে তিনি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন । তিনি বলেছিলেন, ‘‘রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি অযোগ্য রাজ্য সরকারের হাতের বাইরে । আর্থিক সংকটের কারণেই পরিস্থিতি এতটা ভয়াবহ । দেউলিয়ার পথে রাজ্য সরকার ৷ যার কারণে ভুগছে জনস্বাস্থ্য । প্রাণ হারাচ্ছে মানুষ । পরিস্থিতির ভয়াবহ ।’’

সোমবার এর পালটা জবাব দিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘‘শুভেন্দু অধিকারী সংসদীয় কাঠামোয় থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আদৌ বিশ্বাস করেন কি না, আমার সন্দেহ হচ্ছে । যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী স্বাস্থ্য সম্পূর্ণভাবে রাজ্য সরকারের বিষয় । সেখানে থেকে তিনি শুধু স্বাস্থ্য নয়, সব বিষয়েই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দেন । কেন্দ্রের হস্তক্ষেপ চাওয়াটা কত বড় বিপজ্জনক বিষয়, সেটা ওঁর বোঝা উচিত । এমনটা করতে থাকলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোই ভেঙে পড়বে । আর এসব দেখে একটাই কথা বলতে হচ্ছে, বিজেপি আদৌ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাস করে কি না সন্দেহ হচ্ছে ।’’

এদিকে, শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগের পালটা জবাব দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) । তিনি বলেন, ‘‘ডেঙ্গিতে এই মুহূর্তে হাজার হাজার লোক আক্রান্ত । কত লোক মরছে, তার খবর নেই । বিরোধীরা কিছু বলতে পারবে না । কেন ! মানুষের ট্যাক্সের টাকায় আপনারা চলছেন । মানুষগুলো কুকুর-ছাগলের মতো মরে যাচ্ছে ৷ আমরা জিজ্ঞাসা করব না ?’’

এদিকে শাসক বিরোধী এই তরজার মধ্যেই ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা ।

আরও পড়ুন: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, একদিনে শহরে মৃত 3

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.