ETV Bharat / state

নরেন্দ্র মোদির মূর্তিকে "মিষ্টিমুখ" করিয়ে জন্মদিন পালন

author img

By

Published : Sep 17, 2019, 3:20 PM IST

Updated : Sep 17, 2019, 5:17 PM IST

আজ সকালে প্রথমে নরেন্দ্র মোদির মূর্তিকে পাঁচ রকম "মিষ্টিমুখ" করানো হয় । এর পর 9 রকম পদ সাজিয়ে দেওয়া হয় মূর্তির সামনে । প্রধানমন্ত্রীর মূর্তিকে পায়েসও "খাওয়ানো" হয় । সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকায় সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয় ।

যয

কলকাতা, 17 সেপ্টেম্বর: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ৷ তাই সকাল থেকেই সাজসাজ রব BJP-র রাজ্য সদর দপ্তরে ৷ ধুমধাম করে BJP-র সদর কার্যালয়ে পালন করা হল নরেন্দ্র মোদির জন্মদিন । দলের মুরুলিধর সেন প্রধান কার্যালয়ে এই উপলক্ষে অনুষ্ঠান হয় ৷ গতরাত থেকেই এজন্য সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বর সাজিয়ে তোলা হয়েছে । নরেন্দ্র মোদির কাট-আউটে গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে । ফুল দিয়ে সাজানো হয়েছে সদর কার্যালয় ৷

আজ সকালে প্রথমে নরেন্দ্র মোদির মূর্তিকে পাঁচ রকম "মিষ্টিমুখ" করানো হয় । এর পর 9 রকম পদ সাজিয়ে দেওয়া হয় মূর্তির সামনে । প্রধানমন্ত্রীর মূর্তিকে পায়েসও "খাওয়ানো" হয় । সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকায় সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয় ।

BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ থেকে 7 দিন সেবা সপ্তাহ পালন করা হবে । সারাদিন ধরে রাজ্যজুড়ে কর্মসূচি পালিত হবে ৷"

দেখুন নরেন্দ্র মোদির জন্মদিন পালনের ভিডিয়ো
Intro:17-09-19

সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: ধূম- ধাম করে বিজেপির সদর কার্যালয় মুরুলিধর সেন এর প্রধান কার্যালয়ে পালন করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। কাল রাত থেকেই সেন্ট্রাল এভিনিউ চত্বর সাজিয়ে তোলা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট-আউটে গোটা এলাকা মুরে ফেলা হয়েছে। ফুল দিয়েও সাজিয়ে ফেলা হয়েছে সদর কার্যালয়।



আজ সকাল প্রথমে নরেন্দ্র মোদীর প্রতিকৃত মূর্তিতে ৫ রকম মিষ্টিমুখ করানো হয়। এর পর ৯ রকম পদ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে পায়েসও খাওয়না হল। তাদ পর সেন্ট্রাল এভিনিউ এলাকায় সাধারন মানুষ কে মিষ্টি মুখও করান হয়।



বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, " প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ থেকে ৭ দিন সেবা সপ্তাহ পালন করা হবে। সারাদিন ধরে রাজ্য জুড়ে কর্মসূচি হবে"



Body:কপিConclusion:
Last Updated : Sep 17, 2019, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.