ETV Bharat / state

অযোধ্যার রাম মন্দিরের প্রসাদী চাল ও আমন্ত্রণ পত্র বিতরণ শুরু বঙ্গ বিজেপির

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 5:17 PM IST

Updated : Jan 2, 2024, 6:52 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Bengal BJP distributes invitation: অযোধ্যার রাম মন্দির থেকে আসা হলুদ ও ঘি মাখানো প্রসাদী চাল ও আমন্ত্রণ পত্র বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা শুরু করল বঙ্গ বিজেপি ৷

অযোধ্যার রাম মন্দিরের প্রসাদী চাল ও আমন্ত্রণ পত্র বিতরণ শুরু বঙ্গ বিজেপির

কলকাতা, 2 জানুয়ারি: আজ থেকে শুরু হল রাম মন্দিরের 'অক্ষত' এবং আমন্ত্রণ পত্র সরবরাহ । হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে অযোধ্যার রাম মন্দির থেকে আসা প্রসাদী চাল অক্ষত ও মন্দির দর্শনের আমন্ত্রণ পত্র তুলে দিলেন বঙ্গ বিজেপির কর্মী-সমর্থকরা ।

আগামী বছরের 22 জানুয়ারি অযোধ্যার রামলালা মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগে ইতিমধ্যেই বঙ্গ বিজেপি নেমে পড়েছে তার প্রচারে । বঙ্গ বিজেপির পক্ষ থেকে রাজ্যে শুরু হয়েছে 'ঘর ঘর যাত্রা' প্রচার । তা চলবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত । বিজেপির কর্মী-সমর্থকরা হিন্দু বাড়ি বাড়ি গিয়ে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দির দর্শন করতে যাওয়ার আমন্ত্রণ পত্র দেওয়া শুরু করেছেন এবং বাড়ির লোকেদের হাতে তুলে দেওয়া হচ্ছে অযোধ্যা থেকে আসা হলুদ ও ঘি মাখানো 'অক্ষত' প্রসাদী চাল ।

আজ বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার উদ্যোগে তারা সুন্দরী পার্কের সামনে বাড়ি বাড়ি গিয়ে শ্রীরাম মন্দিরের প্রসাদী চাল বা অক্ষত এবং আমন্ত্রণ পত্র দিয়ে আসা হয়েছে ৷ আগামী 22 জানুয়ারি রাম জ্যোতি জ্বালানোর জন্য জনসাধারণকে আহ্বান জানান কাউন্সিলর বিজয় ওঝা । তাঁর সঙ্গে ছিলেন বিজেপির সাংগঠনিক সভাপতি অমিতাভ চক্রবর্তী, উত্তর কলকাতা সাংগঠনিক জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ-সহ বঙ্গ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ।

এ দিন তমোঘ্ন ঘোষ জানান যে, হলুদ চালের সঙ্গে নবনির্মিত রাম মন্দির নিয়ে বাংলায় লেখা লিফলেট বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে । সবাই যেহেতু উদ্বোধনের দিন ওখানে পৌঁছতে পারবেন না, তাই সবাই যাতে নিজেদের বাড়িতে থেকেই উদ্বোধন উৎসব উদযাপন করেন, সেই আবেদন জানানো হচ্ছে ।

এছাড়াও রাজ্যের প্রতিটি মণ্ডলে অবস্থিত বাড়িগুলিতে প্রসাদী চাল ও রাম মন্দিরের ছবি দিয়ে নিমন্ত্রণ পত্র দেওয়া হবে । শহর থেকে জেলা - সর্বত্রই চলবে এই কর্মসূচি । জেলাগুলিতেও কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি যাবে স্থানীয় বিজেপি নেতৃত্ব । সবক'টি জেলায় সভা করার পরিকল্পনাও করা হয়েছে ৷ রাজ্যবাসীকেও অযোধ্যায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে ।

আরও পড়ুন:

  1. কর্ণাটকের শিল্পীর রামলালার মূর্তিই বসছে অযোধ্যায়, দেখে নিন সেই ভাস্কর্য
  2. ভোটে মোদির সমালোচকদের পরাজয় নিশ্চিত, দাবি রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিতের
  3. রাম মন্দির উদ্বোধনের আগে মুসলিম যুবকদের সতর্ক করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ ওয়াইসির
Last Updated :Jan 2, 2024, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.