ETV Bharat / state

Amit Malviya Slams Mamata: সব দুর্নীতির উৎসই মমতার দুয়ার, চিটফান্ড কাণ্ডে বিঁধলেন মালব্য

author img

By

Published : Mar 4, 2023, 7:37 AM IST

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

দু'টি চিটফান্ড কোম্পানির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে কলকাতা, শিলিগুড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি ৷ উদ্ধার হয় কোটি টাকা ৷ এতে নাম জড়িয়েছে সরকারি আইনজীবী সঞ্জয় বসুর ৷ তিনি মমতা-অভিষেকের ঘনিষ্ঠ বলে দাবি করলেন বিজেপি নেতা অমিত মালব্য (Standing Counsel of West Bengal Government Sanjay Basu) ৷

কলকাতা, 4 মার্চ: এবার খোদ সরকারি কৌঁসুলীর বিরুদ্ধে চিটফান্ড জালিয়াতির অভিযোগ ! তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তিনি লিখলেন, "সব দুর্নীতির উৎস তাঁর উঠোনে ৷" মার্চ মাসের প্রথম দিনে চিট ফান্ড মামলায় রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ইডি নগদ কোটি টাকা-সহ বেশ কিছু প্রমাণ উদ্ধার করে ৷ শুক্রবার এর বিস্তারিত জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ স্বভাবত, এই সুযোগ হাতছাড়া করেননি বিজেপির আইটি সেলের প্রধান ৷ তাঁর দাবি, চিট ফান্ড মামলার অন্যতম মূল অভিযুক্ত সঞ্জয় বসু মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো অভিষেকের ঘনিষ্ঠ (Amit Malviya posts ED Press Release over Sanjay Basu Chit Fund Connection) ৷

এদিন রাতেই তিনি একটি টুইট করেন, "চিটফান্ড দুর্নীতিতে ইডি সঞ্জয় বসুর বাড়ি-অফিসে তল্লাশি চালিয়েছে ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপোর কাছের মানুষ ৷ তিনি পশ্চিমবঙ্গ সরকারের কৌঁসুলী ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বাঁচাতে গিয়ে একঘরে হয়ে যাচ্ছেন ৷ কুছ নেহি মিলা বলে তিনি বিলাপ করছেন ৷ ইডি এর সঙ্গে একমত নয় ৷" এরপর মালব্য রাজ্যের সব দুর্নীতির উৎস হিসেবে 'তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) দুয়ার'কে নিশানা করেন ৷ তাঁর বক্তব্যের সমর্থনে ইডির প্রেস বিজ্ঞপ্তিটি পোস্ট করেন বিজেপি নেতা ৷

  • Mamata Banerjee went out on limb to defend Sanjay Basu after ED searched his premise in Chit Fund scams. Basu is close to Mamata and her nephew, is also a standing counsel for WB Govt. She lamented कुछ नहीं मिला। ED disagrees.

    All corruption in WB leads to her door steps. pic.twitter.com/BSLquJkhIW

    — Amit Malviya (@amitmalviya) March 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 90 কোটি জালিয়াতির অভিযোগ, ফের সিবিআইয়ের জালে তৃণমূল নেতা

ইডির প্রেস বিজ্ঞপ্তিতে কী লেখা ?

3 মার্চ প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দু'টি চিটফান্ড কোম্পানি- পিনকন গ্রুপ এবং টাওয়ার ইনফোটেক লিমিটেডের বিরুদ্ধে পিএমএলএ, 2002 আইনে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে ৷ 1 মার্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতা, শিলিগুড়ি, হাওড়া এবং আগরা মিলিয়ে 15টি এলাকায় (বাড়ি ও অফিস) তল্লাশি অভিযান চালিয়েছে ৷

সিবিআই এবং রাজ্য পুলিশ 156 কোটি টাকা এবং 638 কোটি টাকা নয়ছয়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছিল ৷ এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয় ৷ এরপরে তদন্তে নামে ইডি ৷ তারা টাওয়ার ইনফোটেক লিমিটেড এবং পিনকন গ্রুপ নামক দু'টি সংস্থার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করে ৷

প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্পষ্ট উল্লেখ করেছে, চিটফান্ড কোম্পানিগুলি সাধারণ মানুষকে উচ্চ অঙ্কের সুদ ও আকর্ষণীয় প্রকল্পের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করেছে ৷ কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী জনসাধারণকে টাকা ফেরত না দিয়ে জালিয়াতি করেছে ৷ এই মামলায় ইডি পিনকন গ্রুপ এবং টাওয়ার গ্রুপের ডিরেক্টরদের বাড়িতে তল্লাশি চালায় ৷ তাঁদের মধ্যে রয়েছেন, মনোরঞ্জন রায়, হরি সিং এবং উপভোক্তা সুভার্তি বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় বসু ও মীনা দে এবং রমেন্দু চট্টোপাধ্যায় এবং ইডেন ইনফ্রাপ্রোজেক্টস প্রাইভেড লিমিটেডের উপভোক্তা, তার ডিরেক্টর- ইন্দ্রজিৎ দে এবং সচ্চিদানন্দ রাই, ইন্ডিয়ান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্রাইভেট লিমিটেড এবং আশিস হুইলস লিমিটেড ৷ তল্লাশি চালিয়ে অপরাধের প্রমাণস্বরূপ বেশকিছু নথি, ডিজিটাল প্রমাণ, মোবাইল ফোন, বেশ কয়েকটি ল্যাপটপ এবং নগদ 1.27 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ইডি জানিয়েছে, তদন্ত চলছে ৷

আরও পড়ুন: তিনটি মামলায় জামিন সারদা কর্তা সুদীপ্ত সেনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.