ETV Bharat / state

Abhishek Banerjee: শিক্ষক দুর্নীতি মামলায় তলব ইডির, সিজিও কমপ্লেক্সে অভিষেক

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 9:59 AM IST

Updated : Nov 9, 2023, 12:39 PM IST

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee to Appear before ED: শিক্ষক দুর্নীতি মামলায় হাজিরা দিতে সকাল 11টা 5 নাগাদ ইডি দফতরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই হাজিরাকে ঘিরে জোরদার নিরাপত্তা সিজিও কমপ্লেক্সে ৷

সিজিও কমপ্লেক্সে অভিষেক

কলকাতা, 9 নভেম্বর: শিক্ষক দুর্নীতি মামলায় আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেই তলবে সাড়া দিয়ে নির্ধারিত সময়েই সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে এলেন তিনি । আজ সকাল 11টা 5 মিনিট নাগাদ ইডি দফতরে আসেন অভিষেক । তবে তার আগে সিজিও কমপ্লেক্সে ধরা পড়েছে জোরদার পুলিশি নিরাপত্তা ব্যবস্থার ছবি ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরাকে ঘিরে এ দিন সকাল থেকেই বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা সল্টলেক সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে মোতায়েন রয়েছেন । এছাড়াও বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা গেটের বাইরে এবং ভেতরে দুটি নিরাপত্তা বলয় তৈরি করেছেন । এমনকী এই সিজিও কমপ্লেক্সের ভেতরে যারা কাজ করেন তাঁদের সঠিক পরিচয়পত্র দেখে তবেই আজ সকাল থেকে দফতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে । কোনও বহিরাগতকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না ৷ তবে নিয়ম অনুযায়ী, সিজিও কমপ্লেক্সের বাইরে নিরাপত্তার দায়িত্ব বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকদের । আর ভিতরে নিরাপত্তার বন্দোবস্ত করবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি, বৃহস্পতিতে অভিষেককে ডাকল ইডি

এর আগে চলতি বছরের 13 সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দফতরে হাজিরা দিতে এসেছিলেন ৷ সেসময় ইডির মুখোমুখি হওয়ার পর তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নম্বর দিতে দেখা গিয়েছিল ৷ সল্টলেকের সিজিও কমপ্লেক্সের বাইরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন,"এর আগে নিট ফল ছিল জিরো, এখন আরও দু'নম্বর কমল। আমাকে জেরার নিট ফল মাইনাস টু ৷" ডায়মন্ড হারবারের সাংসদকে প্রায় 9 ঘন্টা 40 মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তিনি ইডি দফতর থেকে বেরিয়ে এসে বলেছিলেন, "আমাকে টানা চার দিন জেরা করলেও আমার মেরুদণ্ড বিক্রি হবে না ৷ কারণ আমরা বশ্যতা স্বীকার করতে জানি না ৷ তবে ইডিকে আমি দোষ দিই না, ওঁরা কর্মী মাত্র, নির্দেশ পালন করাই ওঁদের কাজ ।"

Last Updated :Nov 9, 2023, 12:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.