ETV Bharat / state

ভার্চুয়ালি নেতাজি ইন্ডোরে অভিষেক, অসুস্থতার জন্য বলতে পারলেন না একটি শব্দও

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 5:02 PM IST

Abhishek Banerjee
Abhishek Banerjee

Abhishek Banerjee: বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন ৷ শারীরিক অসুস্থতার কারণে সেখানে উপস্থিত থাকতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তবে ভার্চুয়ালি তিনি উপস্থিত ছিলেন ৷

কলকাতা, 23 নভেম্বর: সাম্প্রতিক কালে তৃণমূল কংগ্রেসের যে কোনও অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সবচেয়ে বেশি গুরুত্ব পান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ফলে প্রতিটি কর্মসূচিতেই তাঁর উজ্জ্বল উপস্থিতি বরাবর চোখে পড়ে ৷ বৃহস্পতিবার সেই উপস্থিতিতে ব্যাঘাত ঘটল ৷ শারীরিক অসুস্থতার কারণে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সশরীরে থাকতে পারেননি তিনি ৷ কিন্তু ভার্চুয়ালি উপস্থিত ছিলেন৷ যদিও তিনি কোনও কথা বলেননি ৷ শুধু হাতজোড় করে প্রণাম সারেন দলের সবস্তরের নেতাদের উদ্দেশ্যে ৷

উল্লেখ্য, নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ তৃণমূল কংগ্রেসের মেগা শো ছিল । গতকালই (বুধবার) রাতে জানা গিয়েছিল চোখের সংক্রমণের জন্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

এ দিন সভা শুরু হওয়ার কিছু পরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উপস্থিত হবেন ৷ অন্য নেতাদের ভাষণের মাঝেই হাজির হন অভিষেক ৷ তখন সুব্রত বক্সি জানান যে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকরা তাঁকে কয়েকদিন বিশ্রাম নিতে বলেছেন ৷ তাই তিনি কথাও বলতে পারবেন না ৷

সেই সময়ই অভিষেক হাতজোড় করে প্রণাম জানান সকলকে ৷ তার পর তিনি আর ছিলেন না সভা চলাকালীন ৷ পরে ভাষণ দেওয়ার সময় অভিষেকের অসুস্থতার প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান যে অভিষেকের চোখে আবার সমস্যা দেখা দিয়েছে ৷ সেই কারণে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকতে পারলেন, সেই কথাও জানান মমতা ৷

লোকসভা নির্বাচনের আগে হাতে আর মাত্র সাড়ে তিন মাস সময় বাকি । তার আগে এ দিন সভা থেকে নেতাদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন মুখ্যমন্ত্রী ৷ কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন বলেও জানান ৷ তাছাড়া বিরোধীদের কড়া সমালোচনাও শোনা যায় তাঁর মুখে ৷

আরও পড়ুন:

  1. ইন্ডোরে মেগা বৈঠকের আগে অভিষেকের চোখে সংক্রমণ, বাণিজ্য সম্মেলন থেকে বেরিয়ে দেখতে ছুটলেন মমতা
  2. কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তৃণমূল সাংসদদের নিয়ে মোদির কাছে যাওয়ার ঘোষণা মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.